পশ্চিমবঙ্গের ভৌগোলিক অবস্থান
ভারতীয় যুক্তরাষ্ট্রের অন্যতম অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ পূর্ব ভারতে অবস্থিত। ভারতের 28 টি অঙ্গরাজ্যের মধ্যে আয়তন অনুসারে পশ্চিমবঙ্গের স্থান চতুর্দশ। এই অঙ্গরাজ্যটি দক্ষিণে 21°38´ উত্তর অক্ষাংশ থেকে উত্তরে 27°10´ উত্তর অক্ষাংশ পর্যন্ত বিস্তৃত এবং দ্রাঘিমার দিক থেকে পশ্চিমে 85°50´ পূর্ব থেকে পূর্বে 89°50´ পূর্ব পর্যন্ত বিস্তৃত। কর্কটক্রান্তিরেখা পশ্চিমবঙ্গের মধ্যভাগ বরাবর নদিয়া , পূর্ব বর্ধমান , পশ্চিম বর্ধমান , বাঁকুড়া ও পুরুলিয়া জেলার ওপর দিয়ে প্রসারিত হয়েছে।
পশ্চিমবঙ্গের দক্ষিণাংশ বাদে তিনদিক স্থলবেষ্টিত ও জাতীয় এবং আন্তর্জাতিক সীমানা দ্বারা পরিবেষ্টিত। উত্তর দিকে দার্জিলিং জেলার উত্তর সীমা থেকে দক্ষিণে বঙ্গোপসাগর পর্যন্ত পশ্চিমবঙ্গের সর্বাধিক বিস্তার প্রায় 650 কিমি এবং পশ্চিম থেকে পূর্বে সর্বাধিক বিস্তার প্রায় 325 কিমি। পশ্চিমবঙ্গের উত্তরে আছে সিকিম ও ভুটান , পূর্বে বাংলাদেশ , উত্তর-পূর্বে অসম , পশ্চিমে ঝাড়খণ্ড ও বিহার , দক্ষিণ-পশ্চিমে ওডিশা , উত্তর-পশ্চিমে নেপাল এবং দক্ষিণে বঙ্গোপসাগর।
পশ্চিমবঙ্গের ভৌগোলিক অবস্থানের গুরুত্ব
পশ্চিমবঙ্গ ভারতের পূর্বাংশে অবস্থিত একটি অঙ্গরাজ্য। এর উত্তরে আছে হিমালয় পর্বত ও দক্ষিণে বঙ্গোপসাগর এবং তিনদিকের স্থলসীমানায় আছে ভারতের পাঁচটি অঙ্গরাজ্য ও তিনটি স্বাধীন রাষ্ট্র। নানা দিক থেকে পশ্চিমবঙ্গের এই ভৌগোলিক অবস্থান বিশেষ গুরুত্বপূর্ণ , যেমন—
বহিঃশত্রুর হাত থেকে রক্ষা
উত্তরে হিমালয় পর্বত থাকায় যেমন উত্তরের ঠান্ডা কনকনে বাতাস পশ্চিমবঙ্গে প্রবেশ করতে পারে না , তেমনি বহিঃশত্রুর আক্রমণের হাত থেকেও রাজ্যকে রক্ষা করে।
আন্তর্জাতিক বাণিজ্যের প্রসার
দক্ষিণে বঙ্গোপসাগরের অবস্থান একদিকে শত্রুর আক্রমণের হাত থেকে পশ্চিমবঙ্গকে রক্ষা করে , অন্যদিকে আন্তর্জাতিক বাণিজ্যের প্রসারেও রাজ্যকে সাহায্য করে।
ঋতু বৈচিত্র্য ও জীব বৈচিত্র্যের সৃষ্টি
পশ্চিমবঙ্গের এই বৈশিষ্ট্যপূর্ণ ভৌগোলিক অবস্থানের কারণেই পশ্চিমবঙ্গে ঋতুবৈচিত্র্য এবং জীববৈচিত্র্যের সৃষ্টি হয়েছে।
সামরিক , রাজনৈতিক , অর্থনৈতিক ও সাংস্কৃতিক গুরুত্ব বৃদ্ধি
পশ্চিমবঙ্গের সীমানায় তিনটি স্বাধীন রাষ্ট্র ( বাংলাদেশ , নেপাল ও ভুটান ) অবস্থান করায় যেমন পশ্চিমবঙ্গের সামরিক ও রাজনৈতিক গুরুত্ব বেড়েছে , তেমনই পাঁচটি অঙ্গরাজ্য ( ওডিশা , ঝাড়খণ্ড , বিহার , সিকিম ও অসম ) অবস্থান করায় এই রাজ্যের অর্থনৈতিক ও সাংস্কৃতিক গুরুত্বও বৃদ্ধি পেয়েছে।
Read More
- পশ্চিমবঙ্গের কৃষির বৈশিষ্ট্যগুলি লেখো।
- পশ্চিমবঙ্গের মৃত্তিকার শ্রেণিবিভাগ আলোচনা করো।
- বায়ুর উষ্ণতা ও চাপের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করো।
- বায়ুর চাপের তারতম্যের কারণগুলি উল্লেখ করো।
- পৃথিবীর প্রধান বায়ুচাপ বলয়গুলির চিত্রসহ আলোচনা করো।
- বায়ুমণ্ডলের উপাদান হিসেবে ধূলিকণা ও জলীয়বাষ্পের গুরুত্ব আলোচনা করো।
- পশ্চিমবঙ্গের প্রতিবেশী দেশ ও রাজ্য সমূহের বিবরণ দাও।
- অঙ্গরাজ্য হিসেবে পশ্চিমবঙ্গের গুরুত্ব আলোচনা করো।
- পশ্চিমবঙ্গের স্বাভাবিক উদ্ভিদ এর পরিচয় দাও।
Leave a reply
You must login or register to add a new comment .