স্বদেশী আন্দোলনের সীমাবদ্ধতা
বঙ্গভঙ্গ বিরােধীস্বদেশী আন্দোলন ভারতের জনমানসে গভীর প্রভাব ফেললেও এই আন্দোলনের বহু ত্রুটি ও সীমাবদ্ধতা ছিল যা এই আন্দোলনকে ব্যর্থতায় পর্যবসিত করে।
প্রথমতঃ
স্বদেশী আন্দোলনের পেছনে কোনাে কার্যকরীসংগঠন ছিল না। নিস্ক্রিয় প্রতিরােধ, সমাজসংস্কার, গঠনমূলক সংস্কার ইত্যাদি কর্মসূচী একটি বিশেষ কেন্দ্র থেকে সংগঠিত পথে পরিচালিত না হওয়ায় আন্দোলন ব্যর্থ হয়।
দ্বিতীয়তঃ
স্বদেশী আন্দোলন তৃণমূল স্তরে পৌঁছাতে পারেনি। রজনীপাম দত্তের মতে, এটি ছিল শহুরে শিক্ষিত ও উচ্চবর্ণের আন্দোলন। সাধারণ মানুষের কাছে এর আবেদন ছিল অত্যন্ত কম।
তৃতীয়তঃ
ডঃ সুমিত সরকার মনে করেন, স্বদেশী আন্দোলনের অন্যতম দুর্বলতা হল এর কৃষি কর্মসূচীর অভাব। এই আন্দোলনে কৃষক শ্রেণীর আর্থ-সামাজিক দুর্গতি নিরসনের কোন কর্মসূচী না থাকায় কৃষক শ্রেণী স্বদেশী আন্দোলনের সাথে জীবনের সম্পর্ক খুঁজে পায়নি। রুশ গবেষক কুমারভ সুমিত সরকারের মতকে সমর্থন করে বলেন যে, স্বদেশী আন্দোলন ছিল পাতি বুর্জোয়া আন্দোলন।
চতুর্থতঃ
আন্দোলনকারীদের আভ্যন্তরীণ মতভেদ ও দ্বন্দ্ব স্বদেশী আন্দোলনকে দুর্বল করেছিল। স্বদেশী কর্মসূচীর প্রশ্নে নরমপন্থী ও চরমপন্থীদের বিরােধ তীব্র রূপ নেয়। আর এর ফলে স্বদেশী আন্দোলন ব্যর্থ হয়।
পঞ্চমঃ
স্বদেশী আন্দোলনের অন্যতম দুর্বলতা ছিল সাধারণ মুসলমান শ্রেণীর আন্দোলন থেকে বিচ্ছিন্নতা। এই আন্দোলনের নেতারা বাঙালী জাতীয়তাবাদ ও হিন্দু জাতীয়তাবাদ সমার্থক করে তুললে মুসলমানরা হতাশ হন। শেখ মুজিবর রহমানের ‘ হিন্দুস্থান রিভিউ’ থেকে জানা যায় যে, স্বদেশী আন্দোলনের সময়েও বেশিরভাগ নেতাদের চোখে মুসলমানরা বিদেশীই ছিলেন এবং শিক্ষিত উচ্চবর্ণের হিন্দুরা তাদের সঙ্গে মিশতেন না। যার ফলে লিয়াকত হােসেন, আব্দুল রসুল প্রমুখ অল্পসংখ্যক জাতীয়তাবাদী মুসলমান স্বদেশী আন্দোলনের নেতৃত্ব দিলেও সাধারণ মুসলিম সমাজ এই আন্দোলন থেকে দূরে ছিল।
ষষ্ঠতঃ
স্বদেশী আন্দোলনে জমিদাররা কেউ কেউ যােগ দিলেও, তাঁরা এই আন্দোলনের প্রতি আন্তরিক ছিলেন না। অনেকেই মাঝপথে আন্দোলন থেকে সরে দাঁড়ান।
সপ্তমতঃ
স্বদেশী আন্দোলন কখনােই সর্বভারতীয় আন্দোলনে পরিণত হয়নি। এমনকি প্রতিবেশী উড়িষ্যা ও বিহারেও এর তাপ অনুভূত হয়নি। এই ধরণের একটি আঞ্চলিক আন্দোলনের সার্বিক সাফল্য লাভ সহজসাধ্য ছিল না। তাই ব্যক্তিগত উদ্যোগের অভাব আসা মাত্রই আন্দোলন ধ্বসে পড়ে। অরবিন্দ ঘােষ ও বিপিনচন্দ্র পাল প্রত্যক্ষ রাজনীতি থেকে সরে দাঁড়ান। ফলে আন্দোলন গতিহীন হয়ে পড়ে।
Leave a reply
You must login or register to add a new comment .