অবক্ষেপন যেখানে ক্ষয়ের তুলনায় বেশি হয়, একমাত্র সেখানেই ব-দ্বীপ গঠন সম্ভব। যেমন—নদী প্রবল বেগে সমুদ্রে পতিত হলে বা নদীর মােহনায় প্রবল সমুদ্রস্রোত বা জোয়ার থাকলে নদীর পলি অবক্ষেপিত না হয়ে বহু দূরে চলে যায়, ফলে সেখানে ব-দ্বীপ গড়ে উঠতে পারে না। ব-দ্বীপ গড়ে উঠলে একটি নদীর অংশবিশেষ ব-দ্বীপের অন্য পাশ দিয়ে প্রবাহিত হয়ে নতুন শাখা নদীর সৃষ্টি করে।
Leave a reply
You must login or register to add a new comment .