স্বল্পকালীন অবস্থায় উৎপাদন বৃদ্ধির জন্য কেবলমাত্র পরিবর্তনশীল ব্যয়েরই বৃদ্ধি ঘটে। কারণ স্থির ব্যয় স্বল্পকালীন অবস্থায় স্থির থাকে। সেইজন্য প্রান্তিক ব্যয় বলতে পরিবর্তনশীল ব্যয়ের পরিবর্তনকেই বােঝায়। এই কারণেই বলা যায়, প্রান্তিক ব্যয়ের মধ্যে কেবলমাত্র পরিবর্তনশীল ব্যয়ই থাকে। স্থির ব্যয়ের কোনাে অংশ থাকে না।
Read More
- ফার্মের স্থির ব্যয়ের দুটি উদাহরণ দাও।
- পরিবর্তনশীল ব্যয় কাকে বলে? উদাহরণ সহ লেখাে।
- উৎপাদনের গড় ও প্রান্তিক ব্যয়ের মধ্যে সম্পর্কটি বিবৃত করাে।
- উৎপাদনের স্বল্পকাল এবং দীর্ঘকালের মধ্যে পার্থক্য দেখাও।
- চাহিদার স্থিতিস্থাপকতা নির্ধারণকারী দু’টি বিষয় উল্লেখ করাে।
- চাহিদার দামগত স্থিতিস্থাপকতা কাকে বলে ?
- চাহিদার চাপগত স্থিতিস্থাপকতার সূত্রটি কী?
- সম্পূর্ণ অস্থিতিস্থাপক চাহিদার অর্থ কী ?
- চাহিদা রেখার ঢাল ও চাহিদার স্থিতিস্থাপকতার মধ্যে সম্পর্ক কী ?
- চাহিদার পারস্পরিক স্থিতিস্থাপকতা কাকে বলে?
- চাহিদার আয়গত স্থিতিস্থাপকতা কাকে বলে?
Leave a reply
You must login or register to add a new comment .