নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত
নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত সংঘটিত হওয়ার কারণ—
(i) নিরক্ষীয় অঞল বরাবর জলভাগের বিস্তার তুলনামূলকভাবে অনেক বেশি।
(ii) এই অঞ্চলে সারা বছর ধরে প্রায় লম্বভাবে সূর্যকিরণ পড়ার ফলে এখানে বায়ুমণ্ডলের উয়তাও বেশি। তাছাড়া এই অঞ্চলে বায়ুর সমান্তরাল বায়ুপ্রবাহ নেই বললেই চলে।
(iii) দিনেরবেলা প্রবল সূর্যতাপে নিরক্ষীয় অঞ্চলের সমুদ্রের বিপুল জলরাশি বাষ্পীভূত হয়ে দ্রুত ঊর্ধ্বগামী হয়। ওপরের বায়ুমণ্ডলের প্রবল শৈত্যের সংস্পর্শে এলে বাষ্পীভূত ওই আবায়ু আর জলীয় বাষ্প ধরে রাখতে পারে না এবং তখন তা পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে পরিচলন বৃষ্টিরূপে ঝরে পড়ে।
সুতরাং বিশেষ অনুকূল পরিবেশের জন্যই নিরক্ষীয় অঞ্চলে পৃথিবীর অন্যান্য অঞ্চল থেকে বেশি পরিচলন বৃষ্টিপাত হয়। সাধারণত বিকেলের দিকে বজ্রবিদ্যুৎসহ প্রবল বৃষ্টিপাত হল পরিচলন বৃষ্টিপাতের প্রধান বৈশিষ্ট্য।
(iv) নিরক্ষীয় অঞ্চলের বায়ুমণ্ডলের জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় এই অঞ্চলে সারা বছর প্রায় প্রতিদিনই পরিচলন বৃষ্টিপাত হয়।
Read More
- পরিচলন বৃষ্টি কাকে বলে ? পরিচলন বৃষ্টিপাতের বৈশিষ্ট্য কী?
- বৃষ্টিচ্ছায় অঞল কাকে বলে? বৃষ্টিচ্ছায় অঞ্চল সৃষ্টি হওয়ার কারণ কী? উদাহরণ দাও।
- ঘূর্ণবাত বৃষ্টিপাত কাকে বলে? ঘূর্ণবাত বৃষ্টিপাতের বৈশিষ্ট্য কী?
- শৈলােৎক্ষেপ বৃষ্টিপাত কাকে বলে? এই বৃষ্টিপাতের শর্তগুলি কী কী?
- নিরপেক্ষ আদ্রর্তা (চরম আদ্রর্তা) ও আপেক্ষিক আর্দ্রতার সংজ্ঞা লেখাে।
- মরু অঞ্চলে দিনেরবেলা প্রচণ্ড উত্তাপ ও রাত্রিবেলা উত্তাপ কম থাকে কেন?
- মেঘাচ্ছন্ন রাত্রির তুলনায় মেঘমুক্ত রাত্রি শীতল হয় কেন?
- নিরক্ষীয় নিম্নচাপ বলয় ও আয়ন বায়ুর সম্পর্ক সংক্ষেপে আলােচনা করাে।
- উষ্ণতা হ্রাসের গড় কাকে বলে ? চিত্রসহ উদাহরণ দাও।
- বায়ুমণ্ডলের ওজোন স্তরে ছিদ্র হলে কী ঘটতে পারে বলে তুমি মনে করাে।
Leave a reply
You must login or register to add a new comment .