সিন্ধু সভ্যতার পয়ঃপ্রণালী ব্যবস্থা
সিন্ধু সভ্যতার পয়ঃপ্রণালী ব্যবস্থা আধুনিক নগরগুলিকে লজ্জায় ফেলতে পারে। প্রতিটি বাড়ির নােংরাজল ছােটো ছােটো নর্দমার সাহায্যে এনে রাজপথের বড়াে নর্দমায় ফেলা হত। কখনাে-কখনাে একের পর এক সংলগ্ন পােড়ামাটির নলের মধ্যে দিয়ে নােংরা জল পােড়ামাটির নলদ্বারা একটি আবর্জনা কূপের মধ্যে গিয়ে পড়ত।
পথের নােংরা জল নিকাশি নর্দমার সঙ্গে আবর্জনা কূপের সংযােগ থাকত। প্রধান রাস্তার নর্দমাগুলি সম্ভবত ঢাকা থাকত এবং কখনাে-কখনাে এক মানুষ উচু পােড়া ইটের প্রলম্বিত ছাদ যুক্ত হত যাতে সাফাইকারীরা সেগুলির ভেতর প্রবেশ করতে পারে।
সমস্ত নর্দমাই নগরের রাস্তার পাশে অবস্থিত শােষক কূপে শেষ হত। অধ্যাপক ব্যাসামের মতে বিশ্বের আর কোনাে সমকালীন সভ্যতায় এত উন্নত জলনিকাশি ব্যবস্থা লক্ষ করা যায় না।
Leave a reply
You must login or register to add a new comment .