ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠায় হিউমের ভূমিকা
১৮৮৫ খ্রিষ্টাব্দের ২৮ শে ডিসেম্বর বােম্বাইয়ের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন বসে। ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা সম্পর্কে ঐতিহাসিকদের মধ্যে মতপার্থক্য রয়েছে। প্রাক্তন সিভিলিয়ান উইলিয়াম ওয়েভার বার্ণের মতে, জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা ছিলেন অ্যালান অক্টাভিয়ান হিউম। তিনি মূলত ব্রিটিশ সাম্রাজ্যকে বিক্ষোভের হাত থেকে রক্ষার জন্য কংগ্রেস প্রতিষ্ঠায় সচেষ্ট হন। আবার ঐতিহাসিক গিরিজা প্রসাদ মুখার্জী ও সি.এফ. অ্যান্ড্রুজ মনে করেন তৎকালীন বড়লাট লর্ড ডাফরিনের সঙ্গে হিউম গােপন ষড়যন্ত্রের মাধ্যমে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠায় সচেষ্ট হয়েছিলেন। মার্কসবাদী ঐতিহাসিক রজনীপাম দত্তও একই মতাবলম্বী। তিনি বলেন— হিউম ও ডাফরিনের ষড়যন্ত্রের ফলশ্রুতি হল কংগ্রেস। তিনি আরও বলেন ব্রিটিশ শক্তির ‘Safety valve’ হিসাবে হিউম জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন।
হিউমের ভূমিকা
ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা ছিলেন অ্যালান অক্টভিয়ান হিউম। ১৮৭০-র দশকে হিউম ভারত সরকারের দায়িত্বপূর্ণ সচিব থাকাকালে স্বরাষ্ট্র দফতরের সাত খন্ডেরক্ষিত গােপন সরকারি রিপাের্ট পাঠ করেন। তিনি উপলব্ধি করেন। যে, ভারতে ব্রিটিশ শাসনের ওপর ভারতবাসী প্রচন্ড ক্ষুব্ধ এবং খুব শীঘ্রইইংরেজবিরােধী বিদ্রোহ ঘটতে পারে। তাই তিনি ভারতবাসীর বিশেষত শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণির ক্ষোভকে নিরাপদে প্রশমিত করে হিংসাত্মক অভ্যুত্থান নিবারণের জন্য কয়েকটি পদক্ষেপ গ্রহণ করেন—
১) ১৮৮৩ খ্রিঃ ১লা মার্চ হিউম একটি খােলা চিঠিতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকদের কাছে দেশের কল্যাণের জন্য যােগদানের আহ্বান জানান। এরপর তিনি ইন্ডিয়ান ন্যাশনাল ইউনিয়ন নামে একটি সংস্থা প্রতিষ্ঠা করেন যাতে এই সংস্থার মাধ্যমে ভারতীয়দের অভাব অভিযােগের প্রতিকার করতে সক্ষম হয়।
২) হিউম তৎকালীন বড়লাট লর্ড ডাফরিনের সঙ্গে এবিষয়ে পরামর্শ নেওয়ার পর ভারতীয়দের সামাজিক সমস্যাসহ বিভিন্ন সমস্যা সংক্রান্ত আলােচনার জন্য ১৮৮৫ খ্রিঃ জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন।
সমালােচনা
জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠায় হিউমের অবদান বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সমালােচিত হয়েছে —
১) হিউম ছিলেন রাজস্ব, কৃষি ও বাণিজ্য দফতরের সচিব। তাই তার পক্ষে স্বরাষ্ট্রদফতরের নথি দেখে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পরিকল্পনা এক অবাস্তব ব্যাপার।
২) হিউম সরকারী কর্মচারী রূপে সিমলায় কর্মরত ছিলেন, তাই তার পক্ষে দিল্লীতে এসে সরকারীনথিপত্র দেখার সুযােগ ছিল না।
৩) আর হিউম যদিভারতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেই থাকেন তাহলে তার অবসর গ্রহণের পর এত দেরিতে কংগ্রেস প্রতিষ্ঠা করলেন কেন এ বিষয়ে সন্দেহ রয়েই যায়।
পরিশেষে বলা যায় জাতীয় কংগ্রেসের প্রকৃত প্রতিষ্ঠাতা কে তা নিয়ে মতানৈক্য রয়েছে। তবে বেশিরভাগ ঐতিহাসিক মনে করেন জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা ছিলেন হিউম।
Leave a reply
You must login or register to add a new comment .