West Bengal Legislative Assembly Group C DEO Recruitment 2022 । পশ্চিমবঙ্গ বিধানসভা ভবনে চাকরি, গ্রুপ-C DEO পদে নিয়োগ। Welcome to StudyMamu, WB Legislative Assembly Group C DEO নিয়োগ – 2022 | WB Legislative Assembly Secretariat অর্থাৎ পশ্চিমবঙ্গের বিধানসভা ভবনে গ্রুপ-সি (Group-C) Data Entry অপারেটর (DEO) পদে নিয়োগের জন্য একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করেছে, যা নিম্নলিখিত তথ্যে পাওয়া যাবে।
চাকরির জন্য নিয়োগের আবেদন প্রক্রিয়া, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, মাসিক বেতন, শূন্যপদ সহ ইত্যাদি তথ্যগুলি এইবার আমরা পরপর জানাবো। আপনি যদি এই চাকরি করতে ইচ্ছুক থাকেন তাহলে অবশ্যই আবেদন প্রক্রিয়াটি ভালোভাবে জেনে নেবেন।
West Bengal Legislative Assembly Group C DEO Recruitment 2022। পশ্চিমবঙ্গ বিধানসভা ভবনে চাকরি, গ্রুপ-C DEO পদে নিয়োগ।
WB Legislative Assembly Group-C Recruitment Details
নিয়োগ বিজ্ঞপ্তি নম্বর: 1608 LA/Estab.
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: 21.11.2022
আবেদনের মাধ্যম: অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর (Data Entry Operator- DEO)
মাসিক বেতন: 13,000 হাজার টাকা।
বয়সসীমা: বিধানসভা ভবনে এই চাকরির জন্য আবেদন করতে হলে আবেদনকারীর বয়স 21 থেকে 40 বছরের মধ্যে থাকতে হবে। বয়সের হিসাব করতে হবে 01.01.2023 তারিখ অনুযায়ী।
শিক্ষাগত যোগ্যতা (Educational qualification):
- যেকোনো স্বীকৃতি প্রাপ্ত ইউনিভার্সিটি থেকে কোন বিষয়ে গ্র্যাজুয়েশন পাস করতে হবে।
- কেন্দ্র বা রাজ্য সরকারের স্বীকৃতিপ্রাপ্ত যে কোন প্রতিষ্ঠান থেকে কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে।
- কম্পিউটারে প্রতি মিনিটে 25 টি ইংরেজি শব্দ টাইপ করতে পারতে হবে।
- বাংলা ভাষায় কথা বলা এবং বাংলা ভাষায় টাইপিং করার দক্ষতা থাকতে হবে।
শূন্যপদ: 1 টি (UR) শূন্যপদে নিয়োগ করানো হবে।
আবেদন পদ্ধতি
- সবার প্রথমে নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিয়োগের আবেদনপত্র সংগ্রহ করে নিন।
- এই আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশন ফর্ম এর ডাইরেক্ট লিঙ্ক নিচে দেওয়া হলো, ডাউনলোড করে সাদা A4 সাইজের পেপারে বের করে নিন।
- এবার নিজের যাবতীয় সকল প্রকার তথ্য দিয়ে ভালো করে যত্ন সহকারে পূরণ করুন এই ফর্ম।
- সেক্ষেত্রে নিজের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট স্ট্যাটাস ইত্যাদি তথ্য দেবেন।
- রঙিন পাসপোর্ট সাইজের ফটো যুক্ত করুন ফর্মে, সঙ্গে সিগনেচার করে দেবেন অ্যাপ্লিকেশন ফর্ম এর মধ্যে।
- সবার শেষে যাবতীয় কিছু ডকুমেন্ট সঙ্গে যুক্ত করে সেল্ফ অ্যাটেস্টেড করে খামের ভেতর ভরে তা নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।
আবেদনের সময়সীমা
আগামী 09/12/2022 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে ওপরের দেওয়া আবেদন পদ্ধতি অনুসরণ করুন।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা
যে পদের জন্য আবেদন করছেন তার নাম চিঠি খামের উপর লিখুন। তারপর নিম্নলিখিত ঠিকানা লিখে তা পোস্ট অফিসের এর মাধ্যমে পাঠিয়ে দিন। ঠিকানা- The Secretary, West Bengal Legislative Assembly, Assembly House, Kolkata – 700001
Official Website : CLICK HERE
Official Notification/ Application Form: CLICK HERE
Conclusion
আমরা মনে করি, যে এই পোস্টটি আপনাকে সর্বশেষ নিয়োগ সংক্রান্ত তথ্য খুঁজে পেতে সাহায্য করেছে, আপনি যদি এই Articleটি পছন্দ করেন, তাহলে অনুগ্রহ করে Social Networking সাইটে শেয়ার করুন।
Leave a reply
You must login or register to add a new comment .