নারী শিক্ষার সমস্যা সমাধানের উপায়
(১) প্রাথমিক শিক্ষাস্তরে নারী শিক্ষার ক্ষেত্রে অনুন্নয়ন ও অপচয় বন্ধ করতে হবে। অপচয় ও অনুন্নয়ন রােধ করতে হলে অভিভাবক ও শিক্ষক/শিক্ষিকাকে বিশেষ সচেষ্ট হতে হবে।
(২) প্রতি গ্রামে বালিকা বিদ্যালয় স্থাপন করতে হবে। বিদ্যালয়ে যাতায়াতের সুবিধা করতে হবে। বিদ্যালয়ের টিফিন ব্যবস্থা সরবরাহের ব্যবস্থা করতে হবে।
(৩) পল্লী অঞ্চলে নারী শিক্ষার প্রয়ােজনীয়তা সম্পর্কে অভিভাবকদের সজাগ থাকতে হবে। সরকারকে এগিয়ে আসতে হবে নারীশিক্ষার পক্ষে প্রচারকার্যে।
(৪) মাধ্যমিক স্তর পর্যন্ত নারীশিক্ষাকে অবৈতনিক করা একান্ত প্রয়ােজন। উচ্চমাধ্যমিক স্তরে মেয়েদের উপযােগী বৃত্তিশিক্ষার ব্যবস্থা খুবই প্রয়ােজন। আর মেয়েদের এই বৃত্তিশিক্ষাই বিষয়গুলাে অবশ্যই পাঠক্রমে অন্তর্ভুক্ত থাকা প্রয়ােজন। মেয়েদের শিক্ষাদানের জন্য বহু সংখ্যক শিক্ষণপ্রাপ্ত শিক্ষিকা প্রয়েঅজন।
(৫) প্রয়ােজনের সঙ্গে শিক্ষার সাযুজ্য রচনা করতে হবে। বাস্তব জীবনের সঙ্গে শিক্ষার অন্বয়ীকরণ করতে হবে। এ সম্পর্কে শিক্ষক ও শিক্ষিকাগণ অভিভাবকদের অবহিত করাবেন।
(৬) অবৈতনকি নারীশিক্ষার সুযােগ সুবিধা সম্প্রসারিত করতে হবে।
(৭) বালিকা বিদ্যালয়ের ছাত্রীনিবাসের ব্যাপক – ব্যবস্থা রাখতে হবে, ছাত্রীনিবাস তৈরীর জন্য বিদ্যালয়গুলিকে আর্থিক সাহায্য দিতে হবে।
(৮) স্ত্রীশিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। পল্লী অঞ্চলে অভিভাবকদের মনােভাবের পরিবর্তন ঘটাতে হবে। মেয়েদের স্কুলে পাঠাবার মনােভাব অভিভাবকদের মধ্যে সৃষ্টি করতে হবে। ৬-১১ বছরের মেয়েদের শিক্ষা বাধ্যতামূলক করা হলে নারী শিক্ষার অপচয় রােধ করা সম্ভব হতে পারে। শিক্ষা শেষ না হওয়া পর্যন্ত মেয়েদের স্কুল থেকে, ছাড়িয়ে আনা চলবে না বা পড়াশুনা বন্ধ করা চলবে না।
উপসংহার
ভারতে রয়েছে নানা অফুরন্ত প্রাকৃতিক ও মানবিক সম্পদ। এসব সম্পদকে জাতীয় জীবনের কাজে লাগাদে হলে নারী পুরুষ সকলকে সমানভাবে এগিয়ে আসতে হবে। এজন্য নারী পুরুষের সমশিক্ষা প্রয়ােজন। দেশ ও জাতির সামগ্রিক উন্নতির জন্য নারী শিক্ষার উপর বিশেষ গুরুত্ব প্রদান করতে হবে। নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে শিক্ষার হারের সমতা বজায় রাখতে হবে।
Read More
- ব্রহ্মবাদিনী ও সদ্যোবাদ বলা হত?
- স্ত্রীধন বলতে কী বােঝ?
- কন্ঠী ও কল্পী কী?
- শক্তিনী কাদের বলা হত?
- মিস মেরি কার্পেন্টর কে ছিলেন?
- উডের ডেসপ্যাচ কেন গুরুত্বপূর্ণ?
- পণ্ডিতা রামাবাঈ কে?
- বেগম রােকেয়া শাখাওয়াত কে ছিলেন?
- মাতাজী মহারানি তপস্বিনী কে ছিলেন?
- ভগিনী সুব্বালক্ষ্মী কে ছিলেন?
- সারদা সদন কে, কী উদ্দেশ্য স্থাপন করেন?
- নারীশিক্ষার বিভিন্ন সমস্যাগুলি ব্যাখ্যা করাে।
- নারীশিক্ষায় বিবেকানন্দের অবদান উল্লেখ করাে।
- নারীশিক্ষা বিস্তারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান লেখাে।
Leave a reply
You must login or register to add a new comment .