Register Now

Login

Lost Password

Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.

Captcha Click on image to update the captcha .

Add question



আনরা (UNRRA) কী?

আনরা

আনরা কথাটির অর্থ হল ‘জাতিপুঞ্জ ত্রাণ ও পুনর্বাসন, প্রশাসন- ইংরেজিতে United Nations Relief and Rehabilitation Administration বা UNRRA দ্বিতীয় বিশ্বযুদ্ধের এক অশুভ ফল হল সমগ্র বিশ্বে তীব্র অর্থনৈতিক সমস্যা। তাই বিশ্বের বুদ্ধিজীবী মানুষ এই অর্থনৈতিক পুনর্বাসনের কথা চিন্তা করেছিলেন। যে সমস্ত দেশ জার্মানির গ্রাস থেকে সদ্য মুক্তি পেয়েছিল সেই দেশগুলিকে অর্থসাহায্য দেওয়াই ছিল এই প্রতিষ্ঠানের মুখ্য উদ্দেশ্য। এই সংগঠনের কাছ থেকে পোল্যান্ড, গ্রিস, অস্ট্রিয়া, ইটালি, যুগোশ্লাভিয়া, চেকোশ্লোভাকিয়া প্রভৃতি দেশ খাদ্য, বস্ত্র, চিকিৎসা বহু ক্ষেত্রে সাহায্য পেয়েছিল। এই দেশগুলি যদি অর্থনৈতিক সাহায্য না পেত তাহলে তাদের অস্তিত্বের সংকট দেখা দিত।

কিন্তু এই প্রতিষ্ঠান খুব বেশিদিন স্থায়ী হয়নি। তাহলেও যুদ্ধবিধ্বস্ত ইউরোপের পুনর্গঠনে এই সংস্থা যে ভূমিকায় অবতীর্ণ হয়েছিল তার তুলনা হয় না। তাই ডেভিড টমসন বলেছেন— “It was the biggest price of first aid work in history, and it was a triumph of Internation Co-operation.” পরবর্তীকালে আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠান আনরার আদর্শেই প্রভাবিত হয়েছিল।

Leave a reply