বায়ুমণ্ডলের উত্তপ্ত হওয়ার কারণ
ভূগর্ভস্থ তাপ, আগ্নেয়গিরি ও প্রস্রবণের মাধ্যমে নিঃসৃত হয়ে বায়ুমণ্ডলে মিশে গেলেও এবং ইউরেনিয়াম, থােরিয়াম, রেডিয়াম প্রভৃতি তেজস্ক্রিয় পদার্থের বিকিরণের জন্য ভূপৃষ্ঠ থেকে সামান্য তাপ নির্গত হলেও বায়ুমণ্ডলের উয়তার জন্য এই তাপের বিশেষ কোনাে অবদান নেই বায়ুমণ্ডলের উয়তার প্রধান উৎস সূর্য।
সূর্য থেকে পৃথিবী প্রায় 15 কোটি কিলােমিটার দূরে থাকলেও পৃথিবীর বায়ুমণ্ডল প্রধানত সূর্য তাপেই প্রত্যক্ষ ও পরােক্ষভাবে উত্তপ্ত হয়।
Read More
- বায়ু উম্ন হয় কোন্ কোন্ পদ্ধতিতে?
- ধোঁয়াশা কী?
- আয়ন বায়ুকে বাণিজ্য বায়ু’বলার কারণ কী?
- ঘূর্ণবাতের চক্ষু কাকে বলে? বা ঝড়ের চক্ষু কাকে বলে?
- শিশিরাঙ্ক কী?
- Inter Tropical Convergence Zone বা ITCZ বলতে কী বােঝাে?
- বাইস ব্যালট সূত্র বলতে কী বােঝাে?
- অধঃক্ষেপণ কাকে বলে?
- অতিবেগুনি রশ্মি স্ট্র্যাটোস্ফিয়ারে বাধাপ্রাপ্ত হয় কেন?
- জেট বিমান স্ট্রাটোস্ফিয়ারের ভেতর দিয়ে যাওয়া সুবিধাজনক মনে করে কেন?
- ট্রপােস্ফিয়ারকে ক্ষুদ্ধমণ্ডল বলা হয় কেন?
- ইনসােলেশন বলতে কী বােঝাে?
- আয়নােস্ফিয়ারে মেরুপ্রভা সৃষ্টি হয় কেন?
- জলস্তম্ভ ও বালিস্তম্ভ কাকে বলে ?
- আপেক্ষিক আদ্রর্তা ও উষ্ণতার সম্পর্ক কী?
- ওজোন স্তরের গুরুত্বপূর্ণ দিকগুলি আলােচনা করাে।
- বায়ুমণ্ডলের ওজোন স্তরে ছিদ্র হলে কী ঘটতে পারে বলে তুমি মনে করাে।
Leave a reply
You must login or register to add a new comment .