Register Now

Login

Lost Password

Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.

Captcha Click on image to update the captcha .

Add question



ভারতের পূর্বাঞ্চলে তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে ওঠার কারণগুলি লেখো।

ভারতের পূর্বাঞ্চলে তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে ওঠার কারণগুলি লেখো।

ভারতের পূর্বাঞ্চলে তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে ওঠার কারণ

ভারতের পূর্বাঞ্চলের তাপবিদ্যুৎ কেন্দ্রগুলি হল — পশ্চিমবঙ্গের (১) ফারাক্কা , (২) দুর্গাপুর , (৩) ব্যান্ডেল , (৪) সাঁওতালডিহি , (৫) কোলাঘাট , (৬) টিটাগড় ; ঝাড়খণ্ডের (৭) বোকারো , (৮) পাত্রাতু , (৯) চন্দ্রপুরা ; ওড়িশার (১০) তালচের প্রভৃতি।

উল্লিখিত তাপবিদ্যুৎ কেন্দ্রগুলি গড়ে ওঠার কারণ গুলি হল一

কয়লার সহজলভ্যতা

তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লা পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। ভারতের পূর্বাঞ্চল দেশের সর্বাধিক কয়লা সমৃদ্ধ এলাকা। পশ্চিমবঙ্গের আসানসোল রানিগঞ্জ , ঝাড়খণ্ডের ঝরিয়া , বোকারো , করণপুরা , রাজমহল , ওড়িশার তালচের , রামপুর প্রভৃতি স্থান কয়লা উৎপাদনের জন্য বিখ্যাত। তাপবিদ্যুৎ উৎপাদনের একমাত্র উপকরণ কয়লা এখানে পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়।

বিদ্যুতের ব্যাপক চাহিদা

পশ্চিমবঙ্গ , বিহার , ওড়িশা ও ঝাড়খণ্ড — পূর্বাঞ্চলের চারটি রাজ্যই অত্যন্ত জনবহুল। তাছাড়া এখানকার কিছু কিছু অঞ্চল যথেষ্ট শিল্পোন্নত। যেমন — পশ্চিমবঙ্গের হুগলি শিল্পাঞ্চল ও আসানসোল-দুর্গাপুর শিল্পাঞ্চল , ঝাড়খণ্ডের জামশেদপুর-ঘাটশিলা অঞ্চল , সিন্ধি-বোকারো ধানবাদ অঞ্চল ও মুরি-হাতিয়া অঞ্চল , ওড়িশার রৌরকেলা অঞ্চল প্রভৃতি। এর ফলে পূর্বাঞ্চলে বিদ্যুতের ব্যাপক চাহিদা আছে।

অন্যান্য শক্তি সম্পদের অভাব

পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস উৎপাদিত হয় না। পর্যাপ্ত পরিমাণে জলবিদ্যুৎ উৎপাদনের উপযোগী খরস্রোতা নদীও এখানে বিশেষ নেই। সুতরাং , স্থানীয় কয়লা সম্পদের সাহায্যে তাপবিদ্যুৎ উৎপাদনই পূর্বাঞ্চলে বিদ্যুতের চাহিদা মেটানোর সহজ সমাধান।

ঐতিহাসিক কারণ

ইংরেজ শাসনাধীন ভারতে কলকাতা ছিল ইংরেজদের অন্যতম প্রধান কর্মকেন্দ্র। এজন্য তারা কলকাতা ও এর আশেপাশে বিভিন্ন ধরনের শিল্প স্থাপন করেছিল এবং ওইসব শিল্পে প্রয়োজনীয় বিদ্যুতের চাহিদা মেটাতে তারা গড়ে তুলেছিল ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশন নামে একটি বিদ্যুৎ সংস্থা , যার অধীনে উৎপাদিত বিদ্যুতের শতকরা ১০০ ভাগই তাপবিদ্যুৎ। ( এই সংস্থার অধীন তাপবিদ্যুৎ কেন্দ্রগুলির মধ্যে আছে মূলাজোড় , কাশীপুর , মেটিয়াবুরুজ , দিশেরগড় , টিটাগড় , বজবজ প্রভৃতি কেন্দ্র। )

সরকারি উদ্যোগ

ভারত সরকার এবং এই অঞ্চলের রাজ্য সরকারগুলির উদ্যোগে যতগুলি বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়েছে , তাদের শতকরা ৯৮ ভাগই তাপবিদ্যুৎ কেন্দ্র , যেমন — ব্যান্ডেল , সাঁওতালডিহি , দুর্গাপুর , কোলাঘাট , ফারাক্কা , বোকারো , পাত্রাতু প্রভৃতি।

অন্যান্য সুবিধা

এই অঞ্চলে সড়কপথ ও রেলপথে উন্নত পরিবহন ব্যবস্থা , তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য প্রয়োজনীয় দক্ষ শ্রমিক ও যন্ত্রপাতি পাওয়ার সুবিধা প্রভৃতিও এখানে তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলার ক্ষেত্রে অনুকূল প্রভাব ফেলেছে।

Leave a reply