Register Now

Login

Lost Password

Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.

Captcha Click on image to update the captcha .

Add question



পশ্চিমবঙ্গের চা শিল্পের উন্নতির কারণগুলি আলোচনা করো।

পশ্চিমবঙ্গের চা শিল্পের উন্নতির কারণগুলি আলোচনা করো।

পশ্চিমবঙ্গের চা শিল্পের উন্নতির কারণ

পশ্চিমবঙ্গের চা শিল্পের উন্নতির কারণগুলি হল ㅡ

কাঁচামাল পাওয়ার সুবিধা

চা শিল্পের কাঁচামাল চা গাছের পাতা। চায়ের সঠিক গুণমান বজায় রাখার জন্য চা কারখানা সাধারণত চা বাগিচা সংলগ্ন স্থানেই গড়ে ওঠে। এজন্য উত্তরবঙ্গের দার্জিলিং , কালিম্পং , আলিপুরদুয়ার , জলপাইগুড়ি প্রভৃতি চা-বাগিচা সমৃদ্ধ জেলায় চা শিল্পের বিশেষ উন্নতি ঘটেছে।

প্যাকিং বাক্সের সহজলভ্যতা

উত্তরবঙ্গের হিমালয় পার্বত্যভূমি , তরাই ও ডুয়ার্স অঞ্চলে গভীর বনভূমি থাকায় ওখানে কাষ্ঠ শিল্পের উন্নতি ঘটেছে। এর ফলে চা রাখার বা প্রেরণ করার জন্য প্রয়োজনীয় প্যাকিং বাক্স সহজেই পাওয়া যায়।

সুলভ ও দক্ষ শ্রমিকের সহজলভ্যতা

পশ্চিমবঙ্গের চা উৎপাদক জেলাগুলিতে অন্যান্য শিল্পের বিশেষ উন্নতি না ঘটায় চা শিল্পের জন্য পর্যাপ্ত সংখ্যায় সুলভ ও দক্ষ শ্রমিক পাওয়া যায়। বিশেষত চা উৎপাদনের কাজে সুলভ নারী ও শিশু শ্রমিক ব্যাপকভাবে ব্যবহৃত হয় , যা এই শিল্পের উন্নতিতে বিশেষ সাহায্য করেছে।

এ ছাড়াও শক্তি সম্পদের সহজলভ্যতা , পরিবহণ ব্যবস্থার উন্নতি , চায়ের চাহিদা বা বাজার প্রভৃতিও পশ্চিমবঙ্গের এই শিল্পের উন্নতিতে সাহায্য করেছে।

Leave a reply