পশ্চিমবঙ্গের প্রধান প্রধান শিল্প
পশ্চিমবঙ্গ একটি কৃষিপ্রধান রাজ্য হলেও কৃষির পাশাপাশি এখানে শিল্পেরও বিকাশ ঘটেছে। এখানকার উল্লেখযোগ্য শিল্পগুলি হল — লোহা ও ইস্পাত শিল্প , পাট শিল্প , চা শিল্প , খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প , কার্পাস বয়ন শিল্প , পর্যটন ও তথ্য প্রযুক্তি শিল্প ইত্যাদি।
লোহা ও ইস্পাত শিল্প
পশ্চিমবঙ্গের প্রথম লোহা ও ইস্পাত শিল্পকেন্দ্রটি স্থাপিত হয় 1870 সালে বর্ধমান জেলার কুলটিতে। পরবর্তীকালে 1918 সালে বার্নপুরে আর একটি লোহা ও ইস্পাত কারখানা গড়ে উঠেছে। এ ছাড়া , লৌহ আকরিক , কয়লা , জল , বিদ্যুৎ , শ্রমিক ইত্যাদির পর্যাপ্ত জোগান থাকায় দুর্গাপুরেও লোহা ও ইস্পাত শিল্প বিশেষ উন্নতি লাভ করেছে।
পাট শিল্প
পাট শিল্পে ভারতের মধ্যে পশ্চিমবঙ্গ শ্রেষ্ঠ। 1855 সালে হুগলি জেলার রিষড়ায় প্রথম পাটকল গড়ে ওঠে। পশ্চিমবঙ্গের পাটকলগুলি হুগলি নদীর দুই তীরে অবস্থান করেছে। বর্তমানে পশ্চিমবঙ্গে প্রায় 59 টি পাটকল আছে।
কার্পাস বয়ন শিল্প
পশ্চিমবঙ্গে কার্পাস তুলোর চাষ প্রায় হয় না বললেই চলে , তবুও রপ্তানির ওপর নির্ভর করে এখানে কার্পাস বয়ন শিল্প উন্নতি লাভ করেছে। পশ্চিমবঙ্গে প্রথম কার্পাস শিল্প গড়ে উঠেছিল হাওড়ার ঘুষুড়িতে। পশ্চিমবঙ্গের হাওড়া সদর , শ্রীরামপুর , শ্যামনগর , সোদপুর ইত্যাদি স্থানে কার্পাস বয়ন শিল্প গড়ে উঠেছে।
চা শিল্প
চা পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ শিল্প , 1834 সালে প্রথম পশ্চিমবঙ্গে চা শিল্পের পত্তন হয়। পশ্চিমবঙ্গের দার্জিলিং , জলপাইগুড়ি , কোচবিহার ইত্যাদি জেলায় চা বাগানগুলিকে কেন্দ্র করে চা শিল্প গড়ে উঠেছে।
খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প
বর্তমানে পশ্চিমবঙ্গে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প অনেক উন্নতি লাভ করেছে। পশ্চিমবঙ্গের কলকাতা , বারাসাত , দমদম , শংকরপুর মালদহ প্রভৃতি স্থানে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পকেন্দ্র গড়ে উঠেছে।
পর্যটন শিল্প
পর্যটন শিল্প ধর্মস্থান , শহর , পাহাড় , সমুদ্র , ঐতিহাসিক স্থান , শিক্ষাকেন্দ্র ইত্যাদিকে কেন্দ্র করে গড়ে ওঠে। পশ্চিমবঙ্গের উল্লেখযোগ্য পর্যটনকেন্দ্রগুলি হল — কলকাতা ( ভিক্টোরিয়া মেমোরিয়াল , চিড়িয়াখানা ) , সুন্দরবন , দিঘা , দার্জিলিং ( পার্বত্য অঞ্চলের নৈসর্গিক দৃশ্য এখানকার প্রধান আকর্ষণ ) ইত্যাদি।
তথ্যপ্রযুক্তি শিল্প
ভারতের তথ্যপ্রযুক্তি শিল্পে বর্তমানে পশ্চিমবঙ্গ এক গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেছে। কলকাতার সল্টলেকের সেক্টর 5 , দুর্গাপুর , হলদিয়া , শিলিগুড়ি প্রভৃতি এই রাজ্যের গুরুত্বপূর্ণ তথ্যপ্রযুক্তি শিল্পকেন্দ্র।
Leave a reply
You must login or register to add a new comment .