সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনার প্রধান বৈশিষ্ট্য ছিল উন্নতমানের নগর ও গৃহনির্মাণশৈলী। সিন্ধু সভ্যতার প্রধান কেন্দ্র দুটি—হরপ্পা ও মহেনজোদারােতে প্রায় একই প্রকার নির্মাণশৈলী লক্ষ করা যায়। দুটি ক্ষেত্রেই নগরগুলি দুটি ভাগে বিভক্ত ছিল— দূর্গ ও সাধারণ মানুষের বাসস্থল।
সিটাডেল’ বা দূর্গগুলি ইটের তৈরি উঁচু চাতালের ওপর নির্মিত হত যা মূল শহর থেকে প্রায় বিচ্ছিন্ন ছিল। এখানকার গৃহগুলি থেকে বােঝা যায় যে ধনিক শ্রেণি অথবা শাসকশ্রেণি এখানে বসবাস করত। নিম্নঅঞ্চলের গৃহগুলি ছিল ছােটো ও অপরিসর। তা থেকে বােঝা যায় সাধারণ জনগণ এখানে বসবাস করত। গৃহগুলি অধিকাংশই পােড়া ইটের তৈরি ছিল।
Leave a reply
You must login or register to add a new comment .