Register Now

Login

Lost Password

Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.

Captcha Click on image to update the captcha .

Add question



খলজি বিপ্লব (১২৯০ খ্রিঃ) এর গুরুত্ব আলােচনা করাে।

খলজি বিপ্লবের গুরুত্ব

দিল্লির অপদার্থ সুলতান কাইকোবাদের আরজ-ই-মামালিক’ বা যুদ্ধমন্ত্রী ছিলেন। জালালউদ্দিন খলজি। তার নেতৃত্বে কাইকোবাদ ও তার শিশুপুত্র কাইমুর্স নিহত হলে তিনি দিল্লির সুলতানি সিংহাসন অধিকার করেন (১২৯০ খ্রি.)। এই ঘটনা ‘খলজি বিপ্লব’ নামে পরিচিত। সুলতানি যুগের ইতিহাসে খলজি বিপ্লবের গুরুত্ব ছিল। অপরিসীম। ঐতিহাসিক ড. কে. এস. লাল, ড. হাবিবুল্লা, ড. ত্রিপাঠী প্রমুখ ‘খলজি বিপ্লব’-কে ভারতের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ও সুদূরপ্রসারী ঘটনা বলে অভিহিত করেছেন।

ইলবারি তুর্কি শাসনের অবসান 

১২৯০ খ্রিস্টাব্দে ‘খলজি বিপ্লবের ফলে সুলতানি শাসনব্যবস্থায় ইলবারি তুর্কিদের একচেটিয়া প্রাধান্য ধ্বংস হয় এবং হিন্দুস্থানি মুসলিম অর্থাৎ আফগান ও অন্যান্য ভারতীয় মুসলিমদের আধিপত্য বৃদ্ধি পায়। ড. কে. এস. লাল বলেছেন যে, এই বিপ্লব শুধুমাত্র একটি রাজবংশ থেকে অন্য একটি রাজবংশের হাতে ক্ষমতা হস্তান্তরিত হওয়ার ঘটনা ছিল না। এটি ছিল তুর্কি আধিপত্যের বিরুদ্ধে ভারতীয় মুসলমানদের জেহাদ ও সাফল্যের দৃষ্টান্ত।

উমেলাদের ক্ষমতা হ্রাস

‘খলজি বিপ্লবের দ্বারা প্রমাণিত হয়ে যে, উলেমাদের সমর্থন ও সাহায্য ছাড়াও রাজনৈতিক ক্ষেত্রে সাফল্য অর্জন করা যায়। ইলতুৎমিস বা বলবনের আমলে রাজনীতিতে উলেমাদের যে সীমাহীন আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছিল তা ফিরােজ খলজি এক ধাক্কায় ধ্বংস করে দেন। তিনি প্রমাণ করেন, যে, ধর্মপুরুদের শুভেচ্ছার উপর রাজপদের সাফল্য নির্ভরশীল নয়।

যােগত্যার স্বীকৃতি 

শক্তি প্রয়ােগের মাধ্যমে জালালউদ্দিনের সিংহাসনলাভের ঘটনা প্রমাণ করে যে, সিংহাসন কোনাে বিশেষ জাতি বা সম্প্রদায়ের একচেটিয়া  অধিকারেরস্থান নয়। যােগ্যতা থাকলে যে কোনাে ব্যক্তি সিংহাসনের সার্বভৌম অধিকার লাভ করতে পারে।

বাহুবলের গুরুত্ব

খলজিরা বাহুবলের দ্বারা শাসনক্ষমতা দখল করেছিলেন এবং তা রক্ষা করেছিলেন বাহুবলের দ্বারাই। এর দ্বারা তারা প্রমাণ করেন যে, ক্ষমতালাভ এবং তা টিকিয়ে রাখার জন্য জনসাধারণ, অভিজাত ও উলেমাদের সম্মতি বা বংশকৌলিন্যনয়, বাহু ও বা অস্ত্রবলই শেষ কথা। ড. ত্রিপাঠী মন্তব্য করেছেন যে, খলজি বিপ্লবের আসল অস্ত্র ছিল ফিরােজ খলজির অস্ত্রশক্তি।

শাসনকার্যে বিভিন্ন জাতি

তুর্কি শাসনকালে প্রশাসনের এক প্রকার তুর্কিকরণ ঘটে গিয়েছিল। কিন্তু খলজিরা ক্ষমতা দখল করার ফলে । শাসকগােষ্ঠীতে তুর্কি, তাজিক, ভারতীয় মুসলমান, হিন্দু প্রভৃতি বিভিন্ন জাতির প্রবেশ ঘটে। ফলে খলজি আমলে শাসকগােষ্ঠীর সম্প্রসারণ ঘটে।

অ-তুর্কিদের প্রতিবাদ

খলজি বিপ্লব ছিল তুর্কিদের বিরুদ্ধে অ-তুর্কিদের প্রতিবাদ। তুর্কি শাসনকালে আইন, শাসন প্রভৃতি সব বিষয়েই গজনি বা ঘুর রাজ্যের ধারা অনুসরণ করার প্রবণতা ছিল। খলজি বিপ্লবের পর সেই প্রয়ােজন ফুরিয়ে যায়। তারা বিদেশি ঐতিহ্যের প্রতি আনুগত্য না জানিয়ে ভারতীয় ঐতিহ্যের প্রতি আনুগত্য জানান।

খলজি সাম্রাজ্যবাদ

জালালউদ্দিন খলজির ভ্রাতুস্পুত্র খলজি সুলতান আলাউদ্দিনের আমলে সুলতানি সাম্রাজ্যের সীমা উত্তর ও দক্ষিণ ভারতে বহুদূর বিস্তৃত হয়। সুলতানি সাম্রাজ্য খলজি যুগেই সর্বপ্রথম দাক্ষিণাত্যের আধিপত্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয়।

জনমতের গুরুত্ব

জালালউদ্দিন ফিরােজ খলজির ক্ষমতা দখলের ঘটনা প্রমাণ করেছিলযে, সিংহাসনলাভে জনগণের মতামতের বিশেষ গুরুত্ব রয়েছে। এর প্রমাণ মেলে, তার ক্ষমতা দখলের বিরুদ্ধে জনমতের সােচ্চার প্রতিবাদ দেখে। সােচ্চার প্রতিবাদের জন্যই জালালউদ্দিন নিজেকে ‘সুলতান’ হিসেবে ঘােষণা করলেও প্রথমেই দিল্লিতে প্রবেশের সাহস পাননি।

নতুন যুগের সূচনা

ঐতিহাসিক ড. হাবিবুল্লা মনে করেন যে, জালালউদ্দিন। ফিরােজ খলজির সিংহাসন-লাভের ফলে একটি যুগের অবসান ঘটে।

খলজি শাসনকালে রাষ্ট্রনীতিতে পরিবর্তন ঘটে, শিল্প, সাহিত্য প্রভৃতি ক্ষেত্রে প্রভূত উন্নতি হয়। আলাউদ্দিন খলজির রাজত্বকালে সুলতানি সাম্রাজ্যে বিভিন্ন পরীক্ষামূলক সংস্কার প্রবর্তিত হয়। এর মধ্যে উল্লেখযােগ্য ছিল স্থায়ী সেনাবাহিনী সংগঠন, বাজারদর নিয়ন্ত্রণ, রেশন ব্যবস্থার সূচনা, সতীদাহ ও গণিকাবৃত্তি বিরােধী আইন প্রণয়ন প্রভৃতি।

খলজি যুগে আমির খসরু, শেখ নিজামউদ্দিন প্রমুখ পণ্ডিতের আবির্ভাব ঘটে। শিল্পকলার ক্ষেত্রেও এই যুগে প্রভূত অগ্রগতি ঘটে।

মূল্যায়ন 

মধ্যযুগের ভারত ইতিহাসে ‘খলজি বিপ্লব’ ছিল একটি মাইল ফলক। খলজি শাসনকালে মুসলিম শাসকরা সর্বপ্রথম দাক্ষিণাত্যে সাম্রাজ্যের প্রসার ঘটাতে সক্ষম হন। মধ্যযুগে শাসনব্যবস্থার অধিকাংশ পরীক্ষা নিরীক্ষা হয়েছিল খলজি শাসনকালেই। এই সময়েই ভারতীয় শাসনব্যবস্থা গজনি বা ঘুরের ধারা ত্যাগ করে স্বকীয়তা লাভ করেছিল।

আরো পড়ুন :- 

Download PDF

Please wait..
If the download didn’t start automatically, click here.

Leave a reply