স্ট্রাটোস্ফিয়ার ট্রপোস্ফিয়ার-এর ঊর্ধ্বে ১৮-৮০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত বায়ুস্তরকে স্ট্রাটোস্ফিয়ার বলে। মেরুপ্রদেশে এই স্তরের গভীরতা ৭২ কিলোমিটার এবং নিরক্ষরেখায় ৬২ কিলোমিটার। এখানে ট্রোপোস্ফিয়ারের মতো উচ্চতা অনুযায়ী চাপের বিশেষ তারতম্য ঘটে না। ফলে, এখানে কোনো বায়ুপ্রবাহ, মেঘ বা বিদ্যুৎ ...
Continue readingশান্তমণ্ডল বা স্ট্র্যাটোস্ফিয়ার কী? এর বৈশিষ্ট্য কী?
শান্তমণ্ডল বা স্ট্র্যাটোস্ফিয়ার স্তব্ধস্তর বা ট্রোলােপজের উচ্চতম সীমান্ত থেকে শুরু হয়েছে শান্তমণ্ডল বা স্ট্রাটোস্ফিয়ার (Stratosphere)। এই স্তরটি মােটামুটিভাবে ১৭ কিমি থেকে ৫০ কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত। স্ট্র্যাটোস্ফিয়ারের নিম্নতম অংশে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতার কোনাে তারতম্য ঘটে ...
Continue reading