প্রাচীন ভারতবর্ষের ইতিহাসে মেহেরগড় সভ্যতার আবিষ্কার কয়েকটি কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ।প্রথমত, মেহেরগড় সভ্যতায় আবিষ্কৃত গম, যব গ্রভৃতি খাদ্যশস্য প্রমাণ করে যে, এ দুটি শস্য চাষের সূত্রপাত পশ্চিম এশিয়া থেকে আমদানিকৃত নয়।দ্বিতীয়ত, এই সভ্যতা নব্যপ্রস্তর যুগের হলেও তামা, ...
Continue reading
মেহেরগড় সভ্যতার তাৎপর্য বা গুরুত্ব লেখাে।
ভারতবর্ষের নব্যপ্রস্তর যুগের সভ্যতার প্রধানতম কেন্দ্র ছিল মেহরগড় সভ্যতা। ফরাসি প্রত্নবিদ ফ্রাসােয়া জরিজ-এর নেতৃত্বে পুরাতত্ত্ববিদের একটি দল ১৯৭৪ খ্রিস্টাব্দে মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন। পাকিস্তানের কোয়েটা শহর থেকে প্রায় ১৫০ কিলােমিটার দূরে বােলান নদীর কাছে অবস্থিত কাচ্ছি সমভূমিতে মেহেরগড় সভ্যতা অবস্থিত।
Continue reading