শিবাজীর আদর্শে অনুপ্রাণীত মারাঠা জাতি, পেশােয়াদের সুযােগ্য নেতৃত্বে ভারতবর্ষের এক প্রধান শক্তিতে পরিণত হয়। কিন্তু তৃতীয় পাণিপথের যুদ্ধের পর থেকেই তাদের পতন শুরু হয়। অবশ্য পানিপথের তৃতীয় যুদ্ধের (১৭৬১খ্রিঃ) কয়েক বছরের মধ্যেই মারাঠাগণ পুণরায় শক্তি সঞ্চয় করে উত্তর ভারতের ...
Continue readingপ্রথম তিনজন পেশােয়ারের নেতৃত্বে মারাঠা শক্তির বিস্তার বর্ণনা করাে।
মারাঠা শক্তির বিস্তার শিবাজী আপন শৌর্য, কর্মদক্ষতা ও প্রতিভার দ্বারা মারাঠজাতির মধ্যে এক নবজাগরণের সৃষ্টি করেছিলেন এবং মারাঠারাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু তার মৃত্যুর পর নানা কারণে সেই রাজ্যে দুর্বলতা দেখা দিতে লাগল। তার পুত্র শম্ভুজী মােগলদের বিরুদ্ধে ...
Continue readingমারাঠা শক্তির পতনের কারণ উল্লেখ করাে।
মারাঠা শক্তির পতনের কারণ ১৭৬১ খ্রিস্টাব্দে পানিপথের তৃতীয় যুদ্ধের পর মারাঠা শক্তি পুনরুত্থান শুরু হয়। উত্তর ও দক্ষিণ ভারতের এক বিশাল অংশে মারাঠা প্রভূত্ব প্রতিষ্ঠিত হয়— এমনকী স্বয়ং মােগল সম্রাটও তাদের ওপর নির্ভরশীল হয়ে পড়েন। ইংরেজদের আবির্ভাবে ...
Continue reading