পৃথিবীর বার্ষিক গতির ফলাফল বার্ষিক গতির অন্যতম ফলাফল হল : (ক) দিনরাত্রির হ্রাসবৃদ্ধি ও (খ) ঋতু পরিবর্তন। [ক] দিনরাত্রির হ্রাসবৃদ্ধি সূর্য প্রদক্ষিণের সময় পৃথিবী আপন মেরুরেখাকে কক্ষপথের সঙ্গে ৬৬° কোণে হেলিয়ে রাখে বলে। বছরের বিভিন্ন সময়ে ...
Continue readingপৃথিবীর বার্ষিক বা পরিক্রমণ গতির সপক্ষে প্রমাণ দাও।
আহ্নিক গতির মতো পৃথিবীর বার্ষিক গতিও আমরা উপলব্ধি করতে পারি না। নীচের কয়েকটি প্রমাণের সাহায্যে বুঝতে পারা যায় যে পৃথিবী একটি নির্দিষ্ট পথে, নির্দিষ্ট দিকে এবং নির্দিষ্ট সময়ে সূর্যের চারদিকে ঘুরছে, যাকে বলা হয় পৃথিবীর বার্ষিক বা পরিক্রমণ গতি।
Continue reading