পশ্চিমবঙ্গের শিল্পের উন্নতির কারণ পূর্ব ভারত তথা সমগ্র দেশের অন্যতম শিল্পোন্নত রাজ্য পশ্চিবঙ্গ। ছোটো-বড়ো-মাঝারি তিন ধরনের শিল্পই এই রাজ্যে বিকাশ লাভ করেছে। ভারতের সাতটি বৃহদায়তন লোহা-ইস্পাত কারখানার মধ্যে দুটি এবং তিনটি মিশ্র ইস্পাত কারখানার মধ্যে একটি গড়ে ...
Continue readingপশ্চিমবঙ্গের প্রধান প্রধান শিল্প গুলি আলোচনা করো।
পশ্চিমবঙ্গের প্রধান প্রধান শিল্প পশ্চিমবঙ্গ একটি কৃষিপ্রধান রাজ্য হলেও কৃষির পাশাপাশি এখানে শিল্পেরও বিকাশ ঘটেছে। এখানকার উল্লেখযোগ্য শিল্পগুলি হল — লোহা ও ইস্পাত শিল্প , পাট শিল্প , চা শিল্প , খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প , কার্পাস বয়ন ...
Continue readingপশ্চিমবঙ্গের পাট শিল্পের উন্নতির কারণগুলি লেখো।
পশ্চিমবঙ্গের পাট শিল্পের উন্নতির কারণ পশ্চিমবঙ্গেই 78 টি পাটকল অবস্থিত। এগুলি হুগলি নদীর উভয় তীরে উত্তরে কল্যাণী বাঁশবেড়িয়া থেকে দক্ষিণে বজবজ-উলুবেড়িয়ার মধ্যে অবস্থিত। শিল্পের এত ঘনসন্নিবেশ পৃথিবীর আর কোথাও দেখা যায় না , যাকে পাট শিল্পের একদেশিকতা ...
Continue readingপশ্চিমবঙ্গের পাট শিল্পের সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে টীকা লেখো।
পশ্চিমবঙ্গের পাট শিল্পের সমস্যা ও সম্ভাবনা পশ্চিমবঙ্গের পাট শিল্পের সমস্যা বাজারে বিকল্প তন্তুর আগমন : কাপড়ের থলে , কাগজের ব্যাগ , পলিথিন , প্লাস্টিক প্রভৃতি কতকগুলি বিকল্প তন্তু বাজারে আসার ফলে পার্টের ...
Continue reading