নন কমিউনিকেবল বা অসংক্রামক রোগ যেসব রোগ এক দেহ থেকে অন্য দেহে সংক্রামিত হয় না, কেবল এক ব্যক্তির দেহেই সীমাবদ্ধ থাকে, সেইসব রোগকে নন কমিউনিকেবল ডিজিজ বলে। যেমন— ক্যানসার, ছানিপড়া, মধুমেহ, বেরিবেরি, গয়টার, হৃদরোগ প্রভৃতি।
Continue readingকমিউনিকেবল ডিজিজ বা সংক্রামক রোগ কাকে বলে?
কমিউনিকেবল ডিজিজ বা সংক্রামক রোগ যেসব রোগ সহজেই এক দেহ থেকে অন্য দেহে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ছড়িয়ে পড়ে এবং সংক্রমণ ঘটায়, তাদের কমিউনিকেবল ডিজিজ বলে। যেমন—AIDS, গনোরিয়া, কালাজ্বর ইত্যাদি।
Continue reading