জোয়া ভাঁটা সৃষ্টির কারণ প্রধানত দুটি কারণে পৃথিবীতে জোয়ার-ভাঁটার সৃষ্টি হয়। যথা—পৃথিবীর ওপর চাঁদ ও সূর্যের আকর্ষণ বল। পৃথিবীর আবর্তনজনিত কেন্দ্রাতিগ বলের প্রভাব।পৃথিবীর ওপর চাঁদ ও সূর্যের আকর্ষণ বল নিউটনের মহাকর্ষ সূত্রানুযায়ী ...
Continue readingজোয়ার ভাঁটার ফলাফল বা মানবজীবনের ওপর জোয়ার-ভাঁটার প্রভাব আলোচনা কর।
জোয়ার ভাঁটার ফলাফল বা মানবজীবনের ওপর জোয়ার-ভাঁটার প্রভাব মানব জীবনের ওপর জোয়ার-ভাঁটার প্রভাব সর্বাধিক। এর উল্লেখযোগ্য ফলাফলগুলি হল— জোয়ার ভাঁটার সুফল :জোয়ারের সময় অগভীর নদীতে জলের মাত্রা বৃদ্ধি পায়। ফলে ওই সময় নদীতে বড়ো ...
Continue readingজোয়ার ভাঁটা কাকে বলে?
জোয়ার ভাঁটা চন্দ্র ও সূর্যের আকর্ষণে প্রতিদিন নিয়মিতভাবে নির্দিষ্ট সময়ের ব্যবধানে সমুদ্র জলের একই স্থানে ছন্দময় উত্থানকে জোয়ার এবং এর পতনকে ভাঁটা বলে। প্রতিদিন একই স্থানে অর্থাৎ 24 ঘণ্টায় দু-বার জোয়ার ও দু-বার ভাঁটা হয়। সূর্যের আকর্ষণে ...
Continue reading