গুপ্তযুগে নারীর স্থান খৃষ্টীয় শতাব্দীর শুরু থেকে মেয়েদের অবস্থার ব্যাপক পরিবর্তন ঘটেছিল। স্মৃতিশাস্ত্রে বিশেষত মনুস্মৃতিতে তার নির্ভুল প্রমাণ পাওয়া যায়। সাধারণত গুপ্তযুগের সমাজ এই স্মৃতি শাস্ত্রগুলির উপর নির্ভর করেই গড়ে উঠেছিল। মনুস্মৃতিতে বলা হয়েছে যে ভারতীয় নারী ...
Continue readingগুপ্তযুগে নারীর স্থান ও মর্যাদা পর্যালােচনা করাে।
প্রাচীন ভারতে বিশেষত গুপ্তযুগেও সমাজ ছিল পিতৃতান্ত্রিক, তথাপি গুপ্ত যুগে কন্যা, মাতা ও জায়া রূপে নারীর অস্তিত্ব বজায় ছিল। বাৎসায়নের কামসূত্র, বরাহমিহিরের 'বৃহৎসংহিতা' কালিদাসের কাব্য ও নাটক থেকে গুপ্তযুগের সমাজে নারীর অবস্থান ও মর্যাদা সম্পর্কে জানা যায়।
Continue reading