Solar System General Knowledge
1. সৌরজগতের নিকটতম নক্ষত্র ?
==> প্রক্সিমা সেন্টাউরি
2. সৌরজগতের বাইরে উজ্জ্বলতম নক্ষত্র ?
==> সিরিয়াস (অপর নাম ডগ স্টার)
4. গ্রেট রেড স্পট’ দেখা যায় যে গ্রহে ?
==> বৃহস্পতি
5. যে যে গ্রহে বলয় দেখা যায় ?
==> বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন
6. পৃথিবীর একমাত্র উপগ্রহ ?
==> চাঁদ
7. মঙ্গলের উপগ্রহ ?
==> ফোবােস ও ডিমােস
৪. যে গ্রহের আবর্তনকাল এবং পরিক্রমণকাল প্রায় সমান ?
==> শুক্র
9. যে গ্রহের দিনের দৈর্ঘ্য পৃথিবীর সমান ?
==> মঙ্গল
10. যে যে গ্রহকে অন্তঃস্থ গ্রহ (Terrestrial planet) বলা হয় ?
==> বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল
11. যে যে গ্রহকে বহিঃস্থ গ্রহ (Jovan planet) বলা হয় ?
==> বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন
12. বহিঃস্থ যমজ (Jovian twins) বলা হয় ?
==> ইউরেনাস এবং নেপচুন
13. যে দুটি গ্রহের মধ্যে গ্রহাণুপুঞ্জ (Asteroids) অবস্থিত ?
==> মঙ্গল এবং বৃহস্পতি
14. সৌরজগতের সবচেয়ে বড়ো উপগ্রহ ?
==> গ্যানিমিড় (বৃহস্পতির উপগ্রহ)
15. বরফের আচ্ছাদন (ice cap) আছে যে যে গ্রহে ?
==> পৃথিবী ও মঙ্গল
16. শনির সবচেয়ে বড়াে উপগ্রহ ?
==> টাইটান
Leave a reply
You must login or register to add a new comment .