ভারতে নারীর সামাজিক ও রাজনৈতিক অবস্থান
পরাধীন ভারতে নারীদের নানা ধরনের অত্যাচার ও অবিচার সহ্য করতে হয়েছিল। ভারত স্বাধীন হবার পরেও ভারতীয় সমাজ পুরুষশাসিত সমাজ হিসাবেই রয়ে গেছে। এখনও ভারতের সমাজ ও পরিবার ব্যবস্থায় সাবেকী মূল্যবোধগুলিকে সযত্নে লালন করা হয়ে থাকে। সমাজের ক্রমবিন্যস্ত কাঠামোয় নারীর স্থান পুরুষ সদস্যদের নীচে। পারিবারিক সিদ্ধান্ত গ্রহণে নারীর কোনো ভূমিকা থাকে না। এখনও স্ত্রীর মর্যাদা তার স্বামী ও পরিবারের মর্যাদা অনুযায়ী নির্ধারিত হয়, তার ব্যক্তিগত যোগ্যতা বা গুণাবলির ভিত্তিতে নয়।
রাজনীতিতে অংশগ্রহণের ক্ষেত্রেও ভারতীয় নারীরা পুরুষদের থেকে পিছিয়ে। রাজনৈতিক দলগুলির কাছে নারীরা সাধারণভাবে পুরুষদের অনুগামী হিসাবে পরিগণিত হয়। — অধিকাংশ রাজনৈতিক দলের সাংগঠনিক ক্ষেত্রে পুরুষ প্রাধান্য অব্যাহত। ভারতীয় নারীরা তাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন বিষয়ে স্বাধীন মতামত ব্যক্ত করতে যতখানি আগ্রহী রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বা রাজনৈতিক কর্তৃত্ব অর্জনের ক্ষেত্রে নারীদের তখানি আগ্রহী হতে দেখা যায় না।
তবে অতি সাম্প্রতিককালে ভারতীয় নারীদের শিক্ষাদীক্ষায়, খেলাধূলায়, বিজ্ঞান চর্চায়, রাজনীতিতে কিছুটা এগিয়ে আসতে দেখা যাচ্ছে।
Leave a reply
You must login or register to add a new comment .