রেলওয়ে পরীক্ষার বিগত বছরের প্রশ্নত্তর PDF in Bangali
(Last year’s questions and answers of Railway Recruitment Examination PDF in Bangali)
61. নিচে দেওয়া তথ্যের মধ্যে কোনটি সঠিক ?
A. বম্বে স্টক এক্সচেঞ্জ – SENSEX
B. ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ – NYSE
C. নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ – NIFTY
D. লন্ডন স্টক এক্সচেঞ্জ – NIKKEI
62. সমবায় সমিতি গঠনের মূল উদ্দেশ্য হলো –
A. অর্থনৈতিক ক্ষমতার কেন্দ্রীকরণ বিরত করা
B. উৎপাদনশীল সম্পদের মালিকানা বন্টনের সীমা প্রসারিত করা
C. উন্নয়নমূলক কর্মসূচিতে মানুষের সক্রিয় যোগদানের সহায়তা করা
D. উপরের সবকটি
63. সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠিত হয়?
A. ১৯৮১
B. ১৯৮৮
C. ১৯৯০
D. ১৯৯২
64. ভর্তুকির অর্থ হলো –
A. পণ্য ও পরিষেবা ক্রয় করার ফলে সরকারি ব্যয়
B. উৎপাদনী সম্পদ ক্রয়ের ফলে ব্যবসায়ীক প্রতিষ্ঠান এর ব্যয়
C. কোম্পানিটির কতৃক শেয়ারহোল্ডারদের অর্থ প্রদান
D. পণ্য ও পরিষেবা ক্রয় না করে সরকার কর্তৃক ব্যবসায়ী প্রতিষ্ঠান কে অর্থ প্রদান
65. GNP র ওপর নিম্নলিখিত কোনটি কোনো প্রত্যক্ষ প্রভাব নেই ?
A. বিনিয়োগ বৃদ্ধি ঘটলে
B. সরকারি আয় ব্যয়ের থেকে বেশি হলে
C. সরকারি দেনার পরিমাণ হ্রাসপ্রাপ্ত হলে
D. সুদের হার বৃদ্ধি পেলে
66. নিচে দেওয়া তথ্যের মধ্যে কোনটি সঠিক ?
A. অর্থ কমিশন এবং যোজনা কমিশন সাংবিধানিক সংস্থা নয়
B. বিভিন্ন রাজ্যের রাজস্ব বন্টন করার বিষয়টি খতিয়ে দেখে অর্থ কমিশন এবং অন্যদিকে যোজনা কমিশন মূলধন এবং রাজস্ব বন্টন দুটি বিষয়ই খতিয়ে দেখেন
C. কোন ব্যক্তি একই সাথে অর্থ কমিশন এবং যোজনা কমিশনের সদস্য হিসেবে থাকতে পারেন না
D. অর্থ কমিশন এবং যোজনা কমিশনের কোনো কার্যাবলী এক নয়
67. ভারতে কোন সংস্থা জাতীয় আয় পরিমাপ করে?
A. রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া
B. যোজনা কমিশন
C. অর্থমন্ত্রক
D. সেন্ট্রাল স্ট্যাটিস্টিকাল অর্গানাইজেশন
68. প্রতিদিন গ্রামাঞ্চলে 2400 ক্যালরি এবং শহরাঞ্চলে 2100 ক্যালরি গ্রহণে সক্ষম ব্যক্তিকে দারিদ্র্য বিবেচনা করার কথা ঘোষণা করে কে?
A. মিনহাস
B. ডান্ডেকার
C. যোজনা কমিশন
D. ডি-কোস্টা
69. ছদ্ম বেকারত্ব হলো এমন একটি অবস্থা যেখানে –
A. মূলধনের তুলনায় শ্রমের গুরুত্ব বেশি
B. ব্যয়ের নিরক্ষে শ্রমের অবদান কম
C. শ্রমিকের প্রান্তীয় উৎপাদনশীলতা শূন্য
D. মূলধনের প্রান্তীয় উৎপাদনশীলতা শূন্য
70. যে অস্থায়ী কলের মাধ্যমে অতিরিক্ত রাজস্ব লাভ করা যায় সেটি হল –
A. সেস
B. ফি
C. রেট
D. সারচার্জ
Leave a reply
You must login or register to add a new comment .