অর্থনীতি থেকে রেলওয়ে পরীক্ষার বিগত বছরের প্রশ্নত্তর PDF in Bangali
(Last year’s questions and answers of Railway Recruitment Examination PDF in Bangali)
Q.1. নিম্নলিখিত কোনটি শিক্ষিত বেকার যুবকদের জন্য একটি স্বনিযুক্তি পরিকল্পনা?
A. প্রধানমন্ত্রী রোজগার যোজনা
B. স্বর্ণ জয়ন্তীর সরকারি রোজগার যোজনা
C. ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স স্কিম
D. কোনোটিই নয়
Q.2. সিমেন্ট উৎপাদনে প্রথম স্থান অধিকার কারী ভারতীয় রাজ্য হল?
A. রাজস্থান
B. তামিলনাডু
C. বিহার
D. কোনোটিই নয়
Q.3. গত 10 বছরে ভারতের সবচেয়ে বেশি প্রখ্যাত বিদেশি বিনিয়োগ এফ ডি আই (FDI) করেছে যে দেশ?
A. ইউ এস এ
B. ইউ কে
C. চীন
D. জাপান
Q.4. PAN এর সম্পূর্ণরূপ হল?
A. পার্লামেন্ট অ্যাকাউন্ট নম্বর
B. পেমেন্ট একাউন্ট নম্বর
C. ফেসবুক অ্যাকাউন্ট নম্বর
D. কোনোটিই নয়
Q.5. নিম্নলিখিত কোনটি একটি বাণিজ্যিক ফসল?
A. কফি
B. চা
C. রবার
D. সবকটি
Q.6. বিশ্বব্যাংকের প্রধান হলেন ?
A. রবার্ট জোয়েলিক
B. ডোনাল্ড কাবেরুকা
C. জিম ইয়ং কিম
D. ড. মার্গারেট চ্যান
Q.7. কোন কমিটি মন্ডল পঞ্চায়েত গঠনের সুপারিশ দেয়?
A. বলবন্ত রাই মেহেতা কমিটি
B. নরসিংহম কমিটি
C. অশোক মেহতা কমিটি
D. ভেঙ্গল রাও কমিটি –
Q.8. পশ্চিমবঙ্গে অবস্থিত চিত্তরঞ্জন নিম্নলিখিত কোনটির সাথে জড়িত?
A. রেল ইঞ্জিন নির্মাণ
B. জাহাজ নির্মাণ
C. তৈল ক্ষেত্র
D. ইস্পাত শিল্প
Q.9. ভারতের কোন রাজ্যে প্রথম বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠিত হয়?
A. মহারাষ্ট্র
B. গুজরাট
C. পশ্চিমবঙ্গ
D. উড়িষ্যা
Q.10. ভারতের সবচেয়ে বেশি কর্মী নিয়োগ করে?
A. ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া (FCI)
B. ভারতীয় ডাক
C. ভারতীয় রেলওয়ে
D. স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড (SAIL)
Leave a reply
You must login or register to add a new comment .