চীনারা বিশ্বাস করত পৃথিবীর মধ্যভাগে অবস্থিত চীন হলো সভ্য দেশ এবং অন্যসব দেশ হলো বর্বর বা করদ রাজ্য। চীনের বক্তব্য ছিল প্রতিবেশী ও বিদেশী রাজ্যগুলো যেহেতু তার করদ রাজ্য তাই তারা চীনকে সম্মান প্রদর্শন স্বরূপ চীনের কৃতিত্ব বা প্রাধান্য কার্যকর বা অনুষ্ঠানিকভাবে স্বীকার করে এই অনুগত্যের প্রমাণ স্বরূপ নির্দিষ্ট সময় চীনকে যে নানা উপঢৌকন দিত তা নজরানা প্রথা নামে পরিচিত।
Answer ( 1 )
চীনারা বিশ্বাস করত পৃথিবীর মধ্যভাগে অবস্থিত চীন হলো সভ্য দেশ এবং অন্যসব দেশ হলো বর্বর বা করদ রাজ্য। চীনের বক্তব্য ছিল প্রতিবেশী ও বিদেশী রাজ্যগুলো যেহেতু তার করদ রাজ্য তাই তারা চীনকে সম্মান প্রদর্শন স্বরূপ চীনের কৃতিত্ব বা প্রাধান্য কার্যকর বা অনুষ্ঠানিকভাবে স্বীকার করে এই অনুগত্যের প্রমাণ স্বরূপ নির্দিষ্ট সময় চীনকে যে নানা উপঢৌকন দিত তা নজরানা প্রথা নামে পরিচিত।