চিনে পাওচিয়া (Pao-Chia) এবং লি-চিয়া (Li-Chia) নামক দুটি সংস্কারের মাধ্যমে কেন্দ্রীয় সরকার জেলা প্রশাসনের ওপর নিজের নিয়ন্ত্রণকে শক্তিশালী করেছিল। ১৬৪৪ সালে প্রতিষ্ঠিত হয়েছিল পাও-চিয়া। এই সংস্থা স্থানীয় জনগণের হিসেব রাখত এবং কোন পরিবর্তন হলে তা নথিভুক্ত করে রাখতো। অপরাধ দর্শন ও ষড়যন্ত্রের বিনাশ করা ছিল পাও-চিয়ার প্রধান কাজ।
লি-চিয়ার কাজ ছিল রাজস্ব আদায়ের বিষয়ে সাহায্য করা। ১৬৪৮ সালে লি-চিয়া প্রতিষ্ঠিত হয়।
Answer ( 1 )
চিনে পাওচিয়া (Pao-Chia) এবং লি-চিয়া (Li-Chia) নামক দুটি সংস্কারের মাধ্যমে কেন্দ্রীয় সরকার জেলা প্রশাসনের ওপর নিজের নিয়ন্ত্রণকে শক্তিশালী করেছিল। ১৬৪৪ সালে প্রতিষ্ঠিত হয়েছিল পাও-চিয়া। এই সংস্থা স্থানীয় জনগণের হিসেব রাখত এবং কোন পরিবর্তন হলে তা নথিভুক্ত করে রাখতো। অপরাধ দর্শন ও ষড়যন্ত্রের বিনাশ করা ছিল পাও-চিয়ার প্রধান কাজ।
লি-চিয়ার কাজ ছিল রাজস্ব আদায়ের বিষয়ে সাহায্য করা। ১৬৪৮ সালে লি-চিয়া প্রতিষ্ঠিত হয়।