ভারতে হুন আক্রমণের গুরুত্বঃ ভারতে হুন আক্রমণের গুরুত্ব প্রধানত দুটি –
(১) রাজনৈতিক অর্থাৎ হুন আক্রমণে গুপ্ত সাম্রাজ্যের পতন ঘটে।
(২) সামাজিক অর্থাৎ হুন ভারতীয় সমাজে মিশে যায়। তাদের সঙ্গে আরো অনেক বিদেশী ভারতীয় সমাজে মিলিত হয়। যার ফলে রাজপুত জাতির উৎপত্তি ঘটে বলে স্মিথ মনে করেন। তাঁর মতে, রাজনীতি ও সমাজে গভীর পরিবর্তন এসেছিল এইভাবে।
Answer ( 1 )
ভারতে হুন আক্রমণের গুরুত্বঃ ভারতে হুন আক্রমণের গুরুত্ব প্রধানত দুটি –
(১) রাজনৈতিক অর্থাৎ হুন আক্রমণে গুপ্ত সাম্রাজ্যের পতন ঘটে।
(২) সামাজিক অর্থাৎ হুন ভারতীয় সমাজে মিশে যায়। তাদের সঙ্গে আরো অনেক বিদেশী ভারতীয় সমাজে মিলিত হয়। যার ফলে রাজপুত জাতির উৎপত্তি ঘটে বলে স্মিথ মনে করেন। তাঁর মতে, রাজনীতি ও সমাজে গভীর পরিবর্তন এসেছিল এইভাবে।