হরপ্পা সভ্যতাকে তাম্র ব্রোঞ্জ যুগীয় সভ্যতা বলা হয় কেন?

Question

Answer ( 1 )

    1
    2023-01-20T09:18:58+05:30

    হরপ্পা সভ্যতার একটি প্রধান বৈশিষ্ট্য হল এটি তাম্রাশ্ম যুগের বা তাম্র-প্রস্তর যুগের সভ্যতা। কারণ হরপ্পার মানুষ তামার সঙ্গে তিন মিশিয়ে ব্রোঞ্জ ধাতু তৈরি করতে ব্যাপকভাবে তামা ও ব্রোঞ্জের ব্যবহার করলেও পাথরের ব্যবহার জানতো। হরতাল জন মার্শালের মতে, পশ্চিম এশিয়ার মতো হরপ্পার মানুষ তামা ও ব্রোঞ্জের বহুল প্রচলন ছিল। তাই এই সভ্যতাকে তাম্র ব্রোঞ্জ যুগীয় সভ্যতা বলা হয়।

    Best answer

Leave an answer