বৌদ্ধ ধর্মে আর্যসত্য কি?

Question

Answer ( 1 )

    0
    2023-01-19T19:16:59+05:30

    ধর্মীয় সংস্কারক রূপে বুদ্ধদেব জাগতিক দুঃখের পরিপ্রেক্ষিতে চারটি আর্য সত্যের মাধ্যমে তার ধর্মীয়নীতি গড়ে তোলেন। এই চারটি আর্য সত্য হলো – (১) জগৎ দুঃখময়, (২) জাগতিক কামনা বাসনা ও আসক্তি হল মানুষের যাবতীয় দুঃখের কারণ, (৩) দুঃখের হাত থেকে অব্যাহতি পাওয়া যায়, (৪) দুঃখের কারণগুলি ধ্বংসের উপায় আছে। মানুষের জীবনে এই চারটি সত্যকে আর্যসত্য বলা হয়।

    Best answer

Leave an answer