ধর্মীয় সংস্কারক রূপে বুদ্ধদেব জাগতিক দুঃখের পরিপ্রেক্ষিতে চারটি আর্য সত্যের মাধ্যমে তার ধর্মীয়নীতি গড়ে তোলেন। এই চারটি আর্য সত্য হলো – (১) জগৎ দুঃখময়, (২) জাগতিক কামনা বাসনা ও আসক্তি হল মানুষের যাবতীয় দুঃখের কারণ, (৩) দুঃখের হাত থেকে অব্যাহতি পাওয়া যায়, (৪) দুঃখের কারণগুলি ধ্বংসের উপায় আছে। মানুষের জীবনে এই চারটি সত্যকে আর্যসত্য বলা হয়।
Answer ( 1 )
ধর্মীয় সংস্কারক রূপে বুদ্ধদেব জাগতিক দুঃখের পরিপ্রেক্ষিতে চারটি আর্য সত্যের মাধ্যমে তার ধর্মীয়নীতি গড়ে তোলেন। এই চারটি আর্য সত্য হলো – (১) জগৎ দুঃখময়, (২) জাগতিক কামনা বাসনা ও আসক্তি হল মানুষের যাবতীয় দুঃখের কারণ, (৩) দুঃখের হাত থেকে অব্যাহতি পাওয়া যায়, (৪) দুঃখের কারণগুলি ধ্বংসের উপায় আছে। মানুষের জীবনে এই চারটি সত্যকে আর্যসত্য বলা হয়।