মেহেরগড়ের মানুষ ইরান, আফগানিস্তান ও তুর্কমেনিস্তানের সঙ্গে সম্পর্ক রেখেছিল। আনুমানিক ২৬০০ খ্রিস্টপূর্বাব্দে এই সভ্যতা মানবশূন্য হয়ে পড়ে। এর কারণ (ক) বহিঃ শত্রুর আক্রমণ, (খ) প্রাকৃতিক বিপর্যয় তথা জলবায়ুর পরিবর্তন ফলে সিন্ধু সভ্যতার লীন হয়ে গিয়েছিল। তবে ঐতিহাসিকরা একমত যে হরপ্পা সভ্যতা মেহেরগড় সভ্যতার কাছে চিরঋণী।
Answer ( 1 )
মেহেরগড়ের মানুষ ইরান, আফগানিস্তান ও তুর্কমেনিস্তানের সঙ্গে সম্পর্ক রেখেছিল। আনুমানিক ২৬০০ খ্রিস্টপূর্বাব্দে এই সভ্যতা মানবশূন্য হয়ে পড়ে। এর কারণ (ক) বহিঃ শত্রুর আক্রমণ, (খ) প্রাকৃতিক বিপর্যয় তথা জলবায়ুর পরিবর্তন ফলে সিন্ধু সভ্যতার লীন হয়ে গিয়েছিল। তবে ঐতিহাসিকরা একমত যে হরপ্পা সভ্যতা মেহেরগড় সভ্যতার কাছে চিরঋণী।