খনিজ তেলে উপজাত দ্রব্য গুলি কি কি ব্যাখ্যা আলোচনা কর

Question

Answer ( 1 )

    0
    2022-12-11T08:51:06+05:30

    খনিজ তেল পরিশোধনের মাধ্যমে বিভিন্ন প্রকার উপজাত দ্রব্য প্রস্তুত করে তা ব্যবহার করা হয়। নিম্নে খনিজ তৈল থেকে প্রস্ততকৃত বিভিন্ন ব্যবহার উপযোগী উপজাত দ্রব্য বর্ণিত হলো।

    ১. গ্যাস :

    আকরিক তৈল পরিশোধনের প্রাথমিক পর্যায়ে পেট্রোগ্যাস পাওয়া যায় যা গৃহস্থালির ব্যবহার ও আলো জ্বালাতে ব্যবহৃত হয়। এটি গ্যাসলিন তৈরীতেও ব্যবহৃত হয়। এ ছাড়াও কার্বন, রাসায়নিক সার তৈরীর কাজে শিল্পে এ গ্যাস ব্যবহৃত হয়।

    ২. নেপথা :

    খনিজ তেল পরিশোধনের দ্বিতীয় পর্যায়ে প্রাপ্ত নেপথা শিল্প কারখানায় ব্যবহৃত হয়ে থাকে ।

    ৩. পেট্রোল ও ডিজেল :

    খনিজ তেলের প্রধান উপজাত হলো পেট্রোল ও ডিজেল যা বিভিন্ন ধরনের পরিবহন চালাতে, শিল্পের যন্ত্রপাতি চালাতে এবং তাপ বিদ্যুৎ উৎপাদনে বহুলভাবে ব্যবহৃত হয়।

    ৪. কেরোসিন :

    কেরোসিন খনিজ তৈলের আর একটি অন্যতম প্রধান উপজাত যা আলো জ্বালাতে, ট্রাকটর পরিচালনা, রন্ধন কাজে ও কিটনাশক তৈরীতে ব্যবহৃত হয়।

    ৫. পিচ্ছিল তৈল :

    এটি কলকারখানার যন্ত্রপাতি, রেল, স্টিমার, মোটরগাড়ী, বিমান পোত ইত্যাদির ইঞ্জিন পিচ্ছিল করার জন্য ব্যবহার করা হয়।

    ৬. পিচ বা এ্যাসফান্ট :

    এটি রাস্তা তৈরী, দালান কোঠার ছাদের কার্পেটিং ও মেরামত করার জন্য ব্যবহৃত হয়।

    ৭. প্যারাফিন :

    মোম ও বিভিন্ন প্রকার ঔষুধ তৈরীর কাজে এটি ব্যবহৃত হয়ে থাকে।

    ৮. অন্যান্য উপজাত দ্রব্যাদি :

    উপরে উল্লিখিত উপজাত ছাড়াও খনিজ তেল থেকে বিভিন্ন উপজাত যেমন- প্লাষ্টিক, বারনিশ, কিটনাশক ঔষুধ, রং, কালি, সাবান এবং নানা ধরনের সুগন্ধি প্রসাধনী দ্রব্যাদি প্রস্তুত করা হয়।

Leave an answer