লিকিন বা লিজিন কী?

Question

Answer ( 1 )

    0
    2022-12-07T18:47:43+05:30

    তাইপিং বিদ্রোহের সময় সম্পদ সংগ্রহের জন্য চিনে লিকিন নামক এক অভ্যন্তরীন বাণিজ্যিক কর প্রবর্তিত হয়েছিল। দেশের অভ্যন্তরে এক স্থান থেকে অন্য স্থানে দ্রব্য পরিবহনের উপর 2% – 10% হারে এই কর ধার্য করা হতো। প্রদেশের সীমান্ত এবং প্রদেশের অভ্যন্তরে নানা স্থানে এই কর সংগ্রহ করা হতো। ১৯৩১ খ্রিস্টাব্দে এই কর লোপ করা হয়।

    Best answer

Leave an answer