ক্যান্টন বাণিজ্য প্রথায় চিনারা ‘Closed door policy’ বা রুদ্ধদ্বার নীতি অনুসরণ করেছিল। এর মাধ্যমে বিদেশি বণিকদের বাণিজ্যে বাধার সৃষ্টি করা হতো। যেমন কোন বিদেশি জাহাজকে ‘Bogne-এ প্রবেশ করতে দেওয়া হত না। বাণিজ্যের শেষে বিদেশি বণিকদের ক্যান্টন ছেড়ে অন্যত্র চলে যেতে হত। বিদেশি বণিকদের সাথে চিনাদের এই বাণিজ্যিক কঠরতাকে চিনের ‘রুদ্ধদ্বার নীতি’ বা ‘Closed door policy’ বলা হত।
Answer ( 1 )
ক্যান্টন বাণিজ্য প্রথায় চিনারা ‘Closed door policy’ বা রুদ্ধদ্বার নীতি অনুসরণ করেছিল। এর মাধ্যমে বিদেশি বণিকদের বাণিজ্যে বাধার সৃষ্টি করা হতো। যেমন কোন বিদেশি জাহাজকে ‘Bogne-এ প্রবেশ করতে দেওয়া হত না। বাণিজ্যের শেষে বিদেশি বণিকদের ক্যান্টন ছেড়ে অন্যত্র চলে যেতে হত। বিদেশি বণিকদের সাথে চিনাদের এই বাণিজ্যিক কঠরতাকে চিনের ‘রুদ্ধদ্বার নীতি’ বা ‘Closed door policy’ বলা হত।