লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোকরশ্মির প্রতিসরণের সময়, প্রতিসৃত রশ্মি অভিলম্বের কাছে চলে আসে। ফলে যখন আপতিত রশ্মি 90° কোণে আপতিত হয়, তখনও প্রতিসৃত রশ্মি অভিলম্বের সাথে 90°-এর কম কোণ উৎপন্ন করে। সেজন্য কখনই লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রতিসরণের সময় আমরা সংকট কোণ পাই না। এবং সংকট কোণ না থাকলে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ও সম্ভব নয়।
Answer ( 1 )
লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোকরশ্মির প্রতিসরণের সময়, প্রতিসৃত রশ্মি অভিলম্বের কাছে চলে আসে। ফলে যখন আপতিত রশ্মি 90° কোণে আপতিত হয়, তখনও প্রতিসৃত রশ্মি অভিলম্বের সাথে 90°-এর কম কোণ উৎপন্ন করে। সেজন্য কখনই লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রতিসরণের সময় আমরা সংকট কোণ পাই না। এবং সংকট কোণ না থাকলে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ও সম্ভব নয়।