বায়ুর সাপেক্ষে গ্লিসারিন ও কাচের প্রতিসরাঙ্ক সমান সেজন্য গ্লিসারিনের মধ্যে কাচদণ্ড ডোবালে দুটি মাধ্যম মিলে গিয়ে একটি সমসত্ত্ব মাধ্যমের মতো আচরণ করে। অর্থাৎ আলো এই মাধ্যম দুটিকে পৃথক করতে পারে না। ফলে এই মাধ্যম দুটিতে আলোর বেগ সমান হয়। সেইকারণে আলোকরশ্মি র কোনো প্রতিফলন বা প্রতিসরণ হয় না। তাই গ্লিসারিনের মধ্যে কাচদণ্ড ডোবালে আর দেখা যায় না।
Answer ( 1 )
বায়ুর সাপেক্ষে গ্লিসারিন ও কাচের প্রতিসরাঙ্ক সমান সেজন্য গ্লিসারিনের মধ্যে কাচদণ্ড ডোবালে দুটি মাধ্যম মিলে গিয়ে একটি সমসত্ত্ব মাধ্যমের মতো আচরণ করে। অর্থাৎ আলো এই মাধ্যম দুটিকে পৃথক করতে পারে না। ফলে এই মাধ্যম দুটিতে আলোর বেগ সমান হয়। সেইকারণে আলোকরশ্মি র কোনো প্রতিফলন বা প্রতিসরণ হয় না। তাই গ্লিসারিনের মধ্যে কাচদণ্ড ডোবালে আর দেখা যায় না।