১৯৪৮ সালে ইনটারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস (IUCN) নামক এই স্বশাসিত সংস্থাটি গড়ে তোলা হয়। এর কেন্দ্রীয় কার্যালয় সুইজারল্যান্ডের গ্ল্যান্ড (Gland) শহরে অবস্থিত। আলোচ্য সংস্থাটি WWF এবং রাষ্ট্রসংঘের অন্যান্য পরিবেশ সংক্রান্ত আন্তর্জাতিক সংস্থাগুলির সঙ্গে একযোগে কাজ করে। IUCN-এর লক্ষ্য হল –
(i) বিশ্বব্যাপী পরিবেশ সচেতনতা বৃদ্ধি করা, (ii) বিজ্ঞানের সমাজের মধ্যে সুসম্পর্ক স্থাপন করা, (iii) বিলুপ্ত, বিলুপ্তপ্রায় জীবের তালিকা (Red Data Book) প্রকাশ করা ইত্যাদি।
Answer ( 1 )
১৯৪৮ সালে ইনটারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস (IUCN) নামক এই স্বশাসিত সংস্থাটি গড়ে তোলা হয়। এর কেন্দ্রীয় কার্যালয় সুইজারল্যান্ডের গ্ল্যান্ড (Gland) শহরে অবস্থিত। আলোচ্য সংস্থাটি WWF এবং রাষ্ট্রসংঘের অন্যান্য পরিবেশ সংক্রান্ত আন্তর্জাতিক সংস্থাগুলির সঙ্গে একযোগে কাজ করে। IUCN-এর লক্ষ্য হল –
(i) বিশ্বব্যাপী পরিবেশ সচেতনতা বৃদ্ধি করা, (ii) বিজ্ঞানের সমাজের মধ্যে সুসম্পর্ক স্থাপন করা, (iii) বিলুপ্ত, বিলুপ্তপ্রায় জীবের তালিকা (Red Data Book) প্রকাশ করা ইত্যাদি।