পরিবেশ সংক্রান্ত কাজে UNEP-র ভূমিকা কী?

Question

Answer ( 1 )

    0
    2023-12-09T19:51:12+05:30

    ১৯৭২ সালে রাষ্ট্রসংঘের অধীনে ইউনাইটেড নেশন্‌স এনভায়রনমেন্ট প্রোগ্রাম (UNEP) নামক এই সংস্থাটি গড়ে তোলা হয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশে পরিবেশ সংক্রান্ত প্রকল্পগুলি রূপায়ণের আর্থিক প্রয়োজন মেটাতে ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট ফান্ড নামে একটি আর্থিক প্রতিষ্ঠানও গঠন করা হয়েছে। কেনিয়ার নাইরোবি শহরে UNEP-এর মুখ্য কার্যালয়টি অবস্থিত। মনট্রিল প্রোটোকল-এর স্বীকৃতি ও প্রণয়ন, জীববৈচিত্র্য রক্ষা, জল-বায়ু-শব্দদূষণ নিবারণ, শিল্পক্ষেত্রে পরিবেশকে পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা করা ইত্যাদি নানা আন্তর্জাতিক ক্ষেত্রে UNEP কাজ করছে।

    Best answer

Leave an answer