৭৪তম সংবিধান-সংশােধন আইনের উল্লেখযােগ্য দুটি বৈশিষ্ট্য হল (১) শহরাঞ্চলে তিন ধরনের স্থানীয় সরকার যথা নগর পঞ্চায়েত, পৌর পরিষদ, পৌরনিগম গঠনের কথা বলা হয়েছে। (২) পৌরসভার মােট আসনের এক-তৃতীয়াংশ তপশিলি জাতি ও উপজাতির মহিলাদের জন্য সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে।
Answer ( 1 )
৭৪তম সংবিধান-সংশােধন আইনের উল্লেখযােগ্য দুটি বৈশিষ্ট্য হল (১) শহরাঞ্চলে তিন ধরনের স্থানীয় সরকার যথা নগর পঞ্চায়েত, পৌর পরিষদ, পৌরনিগম গঠনের কথা বলা হয়েছে। (২) পৌরসভার মােট আসনের এক-তৃতীয়াংশ তপশিলি জাতি ও উপজাতির মহিলাদের জন্য সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে।