নাসের নীলনদের ওপর আসওয়ান শহরের কাছে আসওয়ান বাঁধ প্রকল্প নামে একটি নদী পরিকল্পনা গ্রহণ করেন। ওই কাজে অর্থ জোগানাের জন্য তিনি ইংল্যান্ড, আমেরিকা ও বিশ্বব্যাংকের দ্বারস্থ হন। তারা ওই ঋণ দিতে প্রথমে সম্মত হয়। কিন্তু অল্প কাল পরেই ইংল্যান্ড ও আমেরিকা ওই ঋণ দিতে অস্বীকার করে। শুধু তাই নয়, তারা এ ব্যাপারে বিশ্বব্যাংককেও প্ররােচিত করে। বিশ্বব্যাংক এরপর মিশরের ওই ঋণের আবেদন বাতিল করে দেয়। এই কারণেই ক্ষিপ্ত নাসের সুয়েজ খাল ও সুয়েজ ক্যানাল কোম্পানির জাতীয়করণ করেন।
Answer ( 1 )
নাসের নীলনদের ওপর আসওয়ান শহরের কাছে আসওয়ান বাঁধ প্রকল্প নামে একটি নদী পরিকল্পনা গ্রহণ করেন। ওই কাজে অর্থ জোগানাের জন্য তিনি ইংল্যান্ড, আমেরিকা ও বিশ্বব্যাংকের দ্বারস্থ হন। তারা ওই ঋণ দিতে প্রথমে সম্মত হয়। কিন্তু অল্প কাল পরেই ইংল্যান্ড ও আমেরিকা ওই ঋণ দিতে অস্বীকার করে। শুধু তাই নয়, তারা এ ব্যাপারে বিশ্বব্যাংককেও প্ররােচিত করে। বিশ্বব্যাংক এরপর মিশরের ওই ঋণের আবেদন বাতিল করে দেয়। এই কারণেই ক্ষিপ্ত নাসের সুয়েজ খাল ও সুয়েজ ক্যানাল কোম্পানির জাতীয়করণ করেন।