দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে পূর্ব ইউরােপের কোন্ দেশগুলিতে রুশ নিয়ন্ত্রণাধীন কমিউনিস্ট সরকার গঠিত হয়?

Question

Answer ( 1 )

    0
    2023-08-26T11:49:27+05:30

    দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে সােভিয়েত রাশিয়া পূর্ব ইউরােপের দেশগুলিতে সমাজতান্ত্রিক আদর্শের প্রসার ঘটায়। শুধু তাই নয় পােল্যান্ড, হাঙ্গেরি, চেকোশ্লোভাকিয়া, রুমানিয়া, বালগেরিয়া, যুগােশ্লাভিয়া, আলবানিয়া, পূর্ব জার্মানিতে সােভিয়েত নিয়ন্ত্রণাধী কমিউনিস্ট সরকার প্রতিষ্ঠিত হয়।

    Best answer

Leave an answer