প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী শিল্পায়নের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করাে।

Question

Answer ( 1 )

    0
    2023-08-24T20:47:16+05:30

    প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী শিল্পায়নের দুটি প্রধান বৈশিষ্ট্য ছিল—[i] ভারতে শিল্পে পুজি বিনিয়ােগের ক্ষেত্রে বােম্বাই-এর পার্সি, গুজরাটি, মাড়ােয়ারি প্রভৃতি বণিকরা যতটা অগ্রণী ভূমিকা পালন করেছিল, ততটা পূর্ব ভারতের ধনী বণিক সম্প্রদায় পারেনি। [ii] এই পর্বে ভারতীয় পুঁজিপতিদের পুঁজি বিনিয়ােগের কেন্দ্রস্থল হয়ে উঠেছিল বােম্বাই।

    Best answer

Leave an answer