১৯৩৫ খ্রিস্টাব্দের ভারত শাসন আইনের দুটি ত্রুটি উল্লেখ করাে।

Question

Answer ( 1 )

    0
    2023-08-20T10:06:16+05:30

    ১৯৩৫ খ্রিস্টাব্দের ভারত শাসন আইনের উল্লেখযােগ্য দুটি ত্রুটি ছিল—[i] এই আইনে ভােটাধিকারের প্রসার ঘটানাে হয়নি কেবলমাত্র ব্রিটিশ ভারতের মােট জনসংখ্যার ১৪ শতাংশ মানুষ ভােটদানের অধিকার পেয়েছিল। [ii] গভর্নর-জেনারেলের হাতে অতিরিক্ত ক্ষমতা দেওয়ার ফলে আইনসভার নির্বাচিত প্রতিনিধিদের ক্ষমতা সীমাবদ্ধ হয়ে পড়ে।

    Best answer

Leave an answer