কৃষক সমাজের দ্বিতীয় স্তরে অবস্থান করত বর্গাদার বা ভাগচাষিরা। ধনী কৃষকরা সরাসরি জমি চাষ না করে এদের চাষের দায়িত্ব দিতেন। আসলে, এরা ছিল দরিদ্র কৃষক। মহাজনের ঋণের অর্থ পরিশােধ করতে ব্যর্থ হলে মহাজনরা তাদের জমিজমা কড়ে নেয়। ফলে তারা ভাগচাষিতে পরিণত হয়।
Answer ( 1 )
কৃষক সমাজের দ্বিতীয় স্তরে অবস্থান করত বর্গাদার বা ভাগচাষিরা। ধনী কৃষকরা সরাসরি জমি চাষ না করে এদের চাষের দায়িত্ব দিতেন। আসলে, এরা ছিল দরিদ্র কৃষক। মহাজনের ঋণের অর্থ পরিশােধ করতে ব্যর্থ হলে মহাজনরা তাদের জমিজমা কড়ে নেয়। ফলে তারা ভাগচাষিতে পরিণত হয়।