স্পট হাইট (Spot Height) কী? স্পট হাইটের সাহায্যে কী করা হয় ?

Question

Answer ( 1 )

    12
    2023-08-11T19:28:25+05:30

    মানচিত্রে বিন্দু বা ডট দিয়ে সমুদ্রপৃষ্ঠ থেকে কোনাে স্থানের উচ্চতাকে দেখানাে হলে তাকে স্পট হাইট (Spot Height) বলে। এর সাহায্যে পাহাড় বা পর্বতের শিখরের উচ্চতা ও বিশেষ কতকগুলি স্থানের উচ্চতা দেখানো হয়।

    Best answer

Leave an answer