এক প্রমাণ অক্ষরেখাবিশিষ্ট সহজ শাঙ্কব অভিক্ষেপটি কোন্ কোন্ দেশের মানচিত্র অঙ্কনের জন্য ব্যবহৃত হয়?Question
Answer ( 1 )
যে সমস্ত দেশের অক্ষাংশগত বিস্তৃতি কম কিন্তু দ্রাঘিমাংশগত বিস্তৃতি তুলনামূলকভাবে বেশি সেইসব দেশের মানচিত্র এই অভিক্ষেপে আঁকা হয়। সাধারণত মধ্য অক্ষাংশ বা নাতিশীতােয় অঞ্চলের দেশগুলি এই অভিক্ষেপে আঁকা হয়।