জৈব যান্ত্রিক আবহবিকার বলতে কী বােঝ ?

Question

Answer ( 1 )

    0
    2023-08-11T11:26:31+05:30

    মাটিতে বসবাসকারী বিভিন্ন প্রাণী (যেমন-কেঁচো, ইঁদুর, প্রেইরি কুকুর প্রভৃতি) শিলাস্তরের মধ্যে গর্ত খুঁড়ে এবং উদ্ভিদের শিকড় মাটির মধ্যে প্রবেশ করলে মাটিতে ফাটল সৃষ্টি হয়ে শিলার বিচূর্ণন ঘটে, একে জৈব-যান্ত্রিক আবহবিকার বলে।

    Best answer

Leave an answer